ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ফুটবল খেলবেন বোল্ট!

প্রকাশিত: ০৭:০৬, ১৮ জুলাই ২০১৮

অস্ট্রেলিয়ায় ফুটবল খেলবেন বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের প্রতি উসাইন বোল্টের ভালবাসার কথা কে না জানে। ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত এই বিশ্বখ্যাত স্প্রিন্টার এর আগে বেশ কবারই বলেছেন যে, সত্যি সত্যিই খেলতে চান পেশাদার ফুটবল। এ্যাথলেটিক্স ক্যারিয়ার শেষ করেই নেমে পড়বেন ফুটবলের মাঠে। এতদিন তার সেই কথাগুলো ভীষণ আগ্রহের বহিঃপ্রকাশ বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু সম্প্রতি জানা গেছেÑ সত্যিই ফুটবল মাঠে নামছেন ৩১ বছর বয়সী এই জ্যামাইকান এ্যাথলেট। আর বিশ্বের এই সাবেক দ্রুততম মানবকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে। অস্ট্রেলিয়ার ‘এ-লীগ’ প্রতিযোগিতার দল কেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে ছয় সপ্তাহের জন্য চুক্তি হতে যাচ্ছে বোল্টের। ক্লাব কর্মকর্তারা বলেছেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে’ তাহলে এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হবেন বোল্ট। এর আগে হবে বোল্টের ছয় সপ্তাহের ট্রায়াল। আর সে ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে দুইপক্ষ। ১০০ ও ২০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডধারী বোল্ট গত বছর বিদায় নিয়েছেন এ্যাথলেটিক্স অঙ্গন থেকে। শেষ পর্যন্ত চুক্তিটা হলে ভাল অঙ্কের অর্থও পাবেন তিনি। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তিটা কয়েক মিলিয়ন ডলারের হতে পারে। আর এই বেতনের ৭০ শতাংশ নাকি নিজের পকেট থেকে দিতে রাজি হয়েছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের মালিক। বোল্ট এর আগে জার্মানি, নরওয়ে ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ক্লাবের হয়ে অনুশীলন করেছেন। বোল্টকে আগে প্রীতি ম্যাচে খেলতে দেখা গেছে। গত ১০ জুন সকার এইড ম্যাচে বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে ইংল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামেন তিনি। শিশুদের জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফ প্রতি বছর এই চ্যারিটি ম্যাচটি আয়োজন করে থাকে। ম্যারাডোনা, রোনালদিনহোর মতো তারকারা গত কয়েক বছরে এই আয়োজনের অংশ হয়েছেন। এশিয়ান গেমস কাবাডি দল চূড়ান্ত স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমসকে সামনে রেখে চূড়ান্ত করা হয়েছে কাবাডি দল। দীর্ঘ নয় মাসের অনুশীলন ক্যাম্পের পর মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন ১২ খেলোয়াড়। এশিয়াডে অন্তত একটি পদক চান কোচ ও খেলোয়াড়রা। এদিকে এশিয়াডে কাবাডিতে ইতিবাচক কিছুর প্রত্যাশা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদকও। পাশাপাশি এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা আছে ফেডারেশনের। অনেক প্রত্যাশা থাকলেও গত দুই এশিয়ান গেমসে পদকজয়ে ব্যর্থ হয় বাংলাদেশ জাতীয় কাবাডি দল। তাই এবার বাড়তি নজর ফেডারেশনের। তারই অংশ হিসেবে ৯ মাস আগে ৪৫ খেলোয়াড়ের বহর নিয়ে শুরু হয় ক্যাম্প। এরপর ধাপে ধাপে তা নেমে আসে ১৬ জনে। আর এখান থেকে ১২ জন যাবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
×