ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে ফেরা সালমাদের ফুল দিয়ে শুভেচ্ছা

প্রকাশিত: ০৭:০৫, ১৮ জুলাই ২০১৮

দেশে ফেরা সালমাদের ফুল দিয়ে শুভেচ্ছা

স্পোর্টস রিপোর্টার ॥ গৌরবময় সাফল্য নিয়ে সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপ জেতার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, সর্বশেষ টি২০ বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের এই দলটি। দেশে ফেরা অধিনায়ক সালমা খাতুন বললেন লক্ষ্য ছিল টি২০ বিশ্বকাপ মূলপর্বে খেলা। সেটা সম্ভব হয়েছে। নবেম্বরে আমরা বিশ্বকাপ খেলব। বাছাইপর্ব খেলার আগে আমরা আয়ারল্যান্ড সফর করি কন্ডিশনে মানিয়ে নিতে। সেখানে আমরা ভাল খেলে সিরিজ জিতেছি। সব মিলিয়ে আমরা দারুণ খুশি। মালয়েশিয়ায় এশিয়া কাপের পর আমরা যেভাবে খেলছিল। সেটা ধরে রাখতে পেরেছি, এটাই আমাদের উন্নতি। এ কারণেই সাফল্যগুলো আসছে। সালমা বলেন, আগে ধারাবাহিক রান করতে পারতাম না। হয়ত একজন ভাল করলে অন্যরা ব্যর্থ হতো। এখন আমাদের একজন আউট হলে আরেকজন ধরে খেলার সামর্থ্য রাখে। ব্যাটিংটা উন্নতির কারণে আমরা এখন ধারাবাহিক ভাল খেলছি। সালমা কৃতিত্ব দিলেন ম্যানেজার নাজমুল আবেদীন ও কোচ আঞ্জু জৈনকে। দুজনের পরিকল্পনা ছিল দারুণ। ফলে আমরা প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছি।
×