ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ জুলাই ২০১৮

কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ জুলাই ॥ ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ইসমাইল (৪৮) নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছে। সোমবার রাত পৌনে ২টার দিকে জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন একই উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে। জানা গেছে, গভীর রাতে ১০/১২ জনের একদল ডাকাত বাতাবাড়ীয়া গ্রামের কৃষক চ-ী বিশ্বাসের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতদল পিছু হটে। এক পর্যায়ের গ্রামবাসী ধাওয়া করে ডাকাত সর্দার ইসমাইল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাতক্ষীরায় ডাকাতি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় শহরের একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে শহরের কাটিয়া সরকারপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার টাকা নিয়ে যায়। সাতক্ষীরা নিউমার্কেটের একটি জুয়েলার্সের ম্যানেজার লিটন হোসেন জানান, ৬ থেকে ৭ জনের একদল মুখোশধারী ডাকাত তার ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে বাড়ির মালিক লিটন, তার মা ফাতেমা বেগম, স্ত্রী হাজেরা খাতুন ও শ্যালক মুকিতকে একটি ঘরের মধ্যে রশি দিয়ে হাত বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এরপর ডাকাতরা আলমারি খুলে নগদ ৮০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল সেট নিয়ে চম্পট দেয়। ডাকাতরা যাবার সময় কাপড় দিয়ে তাদের চোখ ঢেকে রুমে তালা ঝুলিয়ে যায়। ভোরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।
×