ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গজারিয়ায় দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৬:৫২, ১৮ জুলাই ২০১৮

গজারিয়ায় দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে এক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার মধ্যরাতে রসুলপুর মাদ্রাসা সংলগ্ন নয়াকান্দি এলাকায় মোঃ রমজান মিয়ার দোকানে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসার ছাত্রদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ভস্মীভূত হয় মূল্যবান সম্পদ। ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত রমজান মিয়া। দরিদ্র রমজান মিয়ার গ্রামের এই দোকানটিই আয়ের একমাত্র সম্বল। গত ৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালালে মাদক সেবন অবস্থায় রসুলপুর (নয়াকান্দি) এলাকার মাদক সম্রাট শাহ আলম মোল্লার ভাই বাবু, আতাউর ও হামিমকে আটককালে সময় হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। আর সে পুলিশি অভিযানে তথ্য প্রদানকারী হিসেবে সন্দেহ করে দরিদ্র দোকানী রমজান মিয়াকে। এরপর থেকেই হুমকি দিয়ে আসছিল পলাতক এই আসামিরা। রমজান মিয়া জানান, তারা আমাকে সন্দেহ করে মাকে ও আমার পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। তবে আগুন লাগানোর ঘটনায় কে-বা কারা জড়িত তা আমি জানি না। উল্লেখ্য যে, এলাকার মাদক বিক্রেতা শাহ আলম মোল্লা বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের কাছে গ্রেফতার হয়ে কুমিল্লা জেল হাজতে আছে। আর তার অনুপস্থিতিতে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তার ছোট ভাই সবুজ ও মকসুদ এই কারবার চালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা জানায়, এই চক্রটি বেশ কিছুদিন ধরে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। প্রভাবশালীদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস করে না। আর কেউ প্রতিবাদ করলে তার আর রক্ষা নেই। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রমজান মিয়ার দোকান রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। এতে চক্রটির মাদক সেবন ও পাচারে ব্যাঘাত সৃষ্টি ছাড়াও দেখে ফেলার আশঙ্কা থাকে। এসব নানা কারণে শত্রুতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানা ডিউটি অফিসার এসআই মকবুল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে বলে সন্দেহ করে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
×