ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে টোল আদায়

বদরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে তদন্ত

প্রকাশিত: ০৬:৫২, ১৮ জুলাই ২০১৮

বদরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে তদন্ত

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৭ জুলাই ॥ বদরগঞ্জ পৌর মেয়র উত্তম কুমার সাহার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ ব্যাটারি চালিত অটোরিক্সার চালকেরা। মেয়রের বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে পৌরশহরের ৫টি সড়ক থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন। এ ঘটনায় রংপুর জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হলে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রাফা মোহাম্মদ আরিফ। সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত অটোচালকদের উপস্থিতিতে ওই শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জের ইউএনও মোঃ রাশেদুল হক। মঙ্গলবার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর উত্তম কুমার সাহা পৌরশহরের সকল সড়ক থেকে প্রতিদিন ১০ থেকে ২০ টাকা হারে চাঁদা আদায় করছেন। অভিযোগ রয়েছে নিয়ম নীতি উপেক্ষা করে গরিব রিক্সাভ্যান চালকদের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা আদায়ের ঘটনায় মেয়রের কাছে প্রতিবাদ করেও কোন ফল না হওয়ায় প্রায় ৬ মাস আগে তারা জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ইউএনও কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আবেদনকারীদের পক্ষে সাক্ষ্য দেন অটোচালক রফিকুল ইসলাম, রাশেদ শাহ্, শফিকুল ইসলাম ওরফে ভ্যাবল মিয়াসহ অনেকেই। বদরগঞ্জ ইজিবাইক অটোরিক্সা সমবায় সমিতি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মেয়রের নির্দেশে অবৈধভাবে চাঁদা আদায় করা হয়। এ নিয়ে মানববন্ধন করেছি। কিন্তু কোন কাজ হয়নি। টাকা দিতে কমবেশি হলে তারা লাঠি নিয়ে চালকদের পিটিয়ে আহত করে। অন্যায়ভাবে জলিল নামে এক অটোচালককে পিটিয়ে জখম করা হয়। অথচ মেয়র কোন কথাই শোনেন না। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু রাফা মোহাম্মদ আরিফ বলেন, দুইপক্ষের বক্তব্য জানা হয়েছে। সড়কে অবৈধভাবে চাঁদা আদায় করতে পারবে কী না নীতিমালা দেখে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করা হবে। বদরগঞ্জ পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী রাস্তা থেকে টোল আদায় করা হয়েছে। এতে কোন অন্যায় করা হয়নি।
×