ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানিতে পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫১, ১৮ জুলাই ২০১৮

পানিতে পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ জুলাই ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিথিলা আক্তার (৮) নামে শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। সে গ্রামের মমিনুল ইসলামের মেয়ে। দুপুরে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে। বরিশালে সেতু ভেঙ্গে দক্ষিণাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নির্মাণাধীন কালভার্টেরস্থানে বিকল্প বেইলি ব্রিজের ওপর বালু বোঝাই ট্রাক উঠায় ব্রিজটি ধসে পড়েছে। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ার কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার ১৯টি রুটের সরাসরি সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে লাশ ও রোগীবাহী এ্যাম্বুলেন্সসহ অসংখ্য ট্রাক, দূরপাল্লার যাত্রীবাহী বাস আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাবেক কারারক্ষী জিহ্বা কাটা অবস্থায় উদ্ধার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে জিহ্বা ও হাতের আঙ্গুলের বেশিরভাগ অংশ কাটা অবস্থায় আব্দুল হালিম (৬০) নামে সাবেক কারারক্ষীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
×