ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সভাপতি সেজে মাদ্রাসার নামে বরাদ্দ চালের টাকা উত্তোলন

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ জুলাই ২০১৮

সভাপতি সেজে মাদ্রাসার নামে বরাদ্দ চালের টাকা উত্তোলন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার গোমনাতী বাজার চৌধুরীপাড়া আয়শা সিদ্দিকা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই প্রতিষ্ঠানের জন্য স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ২০১৭-১৮ অর্থবছরের মানবিক সহায়তার কর্মসূচীর আওতায় জিআর প্রকল্পের মাধ্যমে ১ টন চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু এতিমদের ওই প্রতিষ্ঠানটির বরাদ্দকৃত সেই চাল পায়নি। চলতি মাসের ২ জুলাই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে মোজ্জাম্মেল হক নামের এক ব্যক্তি ওই প্রতিষ্ঠানের সভাপতি সেজে ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস হতে চালের বিপরীতে ২৪ হাজার টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। এই বরাদ্দের এক মেট্রিক টন চাল উত্তোলনে ভুয়া সভাপতি মোজাম্মেল হক ও ভুয়া সাধারণ সম্পাদক একই এলাকার বাবুল হোসেনের ছেলে আব্দুল খালেদ চাল বুঝে নেয়ার সময় ডোমার প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তার অফিসের খাতায় এবং মানবিক সহায়তার কর্মসূচীর আওতার নির্ধারিত ফর্মে ছবি প্রদান করে স্বাক্ষর করেছে। অথচ ওই হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি রইসুল ইসলাম ও শিক্ষক হাফেজ এরশাদুল হক জানান তাদের প্রতিষ্ঠান বরাদ্দের চাল পাননি বলে মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে। এমন অভিযোগে কথা বলা হয় ডোমার উপজেলার প্রকল্প ও বাস্তবায়ক কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে। তিনি জানান বিষয়টি আমাদের কাছে মিথ্যে তথ্য নিয়ে যারা বরাদ্দকৃত চালের টাকা উত্তোলন করে নিয়ে গেছে তাদের তলব করা হয়েছে। ওই টাকা ফেরত এনে গোমনাতী বাজার চৌধুরীপাড়া আয়শা সিদ্দিকা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রকৃত কমিটির কাছে প্রদান করা হবে। উপজেলার বেশ কিছ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় জানান তাদের হাতে ধরিয়ে দেয়া হয় ২৩ হাজার ৫০০ টাকা করে। এ টাকা প্রদান করেন ডিমলা উপজেলার প্রকল্প বাস্তবায়ক অফিসের সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ও এমপির ভাতিজা কানন। তবে ফেরদৌস আলম জানান তিনি এক মেট্রিক টন চালের ডিও তাদের দিয়েছেন। অপর দিকে ডোমার উপজেলায় দেয়া হয় ২৪ হাজার টাকা করে। অনেকে জানায় তারা টাকার পরিবর্তে চাল দাবি করলে একজন প্রভাবশালীর নাম তাদের কাছে উচ্চারণ করে বলা হয় তিনি যা দিতে বলেছেন আমরা তাই দিচ্ছি। ফলে কেউ আর টুশব্দ করতে পারেননি। ঘটনাটি তারা সুষ্ঠু তদন্তের দাবি করেছে।
×