ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীর মর্যাদা দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জুলাই ২০১৮

স্ত্রীর মর্যাদা দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ জুলাই ॥ রাজৈরে প্রেমিকের বাড়িতে রবিবার থেকে তিন দিন ধরে অবস্থান করে অনশন করছেন প্রেমিকা অঞ্জনা ম-ল (২২) । ঘটনাটি ঘটেছে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মজুমদার বাড়িতে। জানা গেছে, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ইউপি মেম্বার বাবুল মজুমদারের ছেলে মিহির মজুমদারের (২৫) সঙ্গে একই উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামের ধর্ম ম-লের বিবাহিত মেয়ে অঞ্জনা ম-লের এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অঞ্জনা পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে কলেজপড়ুয়া প্রেমিক মিহির মজুমদারের সঙ্গে ২০১৭ সালে ডিসেম্বর মাসে মাদারীপুর জজকোর্টের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর প্রেমিকের বাড়িতে গেলে প্রেমিকের বাবা-মা এ বিয়ে মেনে না নিয়ে অঞ্জনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তাড়িয়ে দেয়। রবিবার বিকেলে অঞ্জনা ম-ল স্ত্রীর স্বীকৃতির দাবিতে পুনরায় প্রেমিক মিহির মজুমদারের বাড়ি গিয়ে অবস্থান নেয়। এ সময় প্রেমিকসহ প্রেমিক পরিবারের লোকজন বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়। প্রাইভেটকার থেকে বিদেশী মদ উদ্ধার ॥ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ৯৬ বোতল বিদেশী মদ। গ্রেফতার করা হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ এ অভিযান চালায়। কোতোয়ালি থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় প্রাইভেটকারটিতে। এতে পাওয়া যায় ‘এ্যাবসলিউট ভদকা’ ব্র্যান্ডের ৯৬ বোতল মদ। অভিযানে গ্রেফতার করা হয়েছে মোঃ উজ্জ্বল (২৭) নামের একজনকে। সে চরজব্বার থানার সুবর্ণচর হাজিরহাট এলাকার মোঃ শাহীনের পুত্র। উদ্ধার করা বিদেশী মদের মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। আমদানি বা সংরক্ষণের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ধারণা করা হচ্ছে যে, মদগুলো চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে।
×