ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে তিন ওষুধ ও চার খাবারের দোকানিকে জরিমানা

প্রকাশিত: ০৬:৪৪, ১৮ জুলাই ২০১৮

রাজধানীতে তিন ওষুধ ও চার খাবারের দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং পণ্যের ওজনে কম দেয়ার অভিযোগে রাজধানীর তিনটি ওষুধের দোকান এবং চারটি খাবারের দোকানের মালিককে মোট এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার অভিযান চালিয়ে রাজধানীর গুলশান, মধ্য বাড্ডা এবং উত্তর বাড্ডায় এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এ সময় সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১ ও ১১) সদস্যরা। জানা গেছে, দইয়ের ওজনে কম দেয়া ও বোরহানি উৎপাদনের তারিখ নিয়ে লুকোচুরি করায় রাজধানীর গুলশান-২ এর ফখরুদ্দিন বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে অধিদফতর। আব্দুল জব্বার ম-ল বলেন, গুলশান-২ এলাকায় অভিযান চালান হয়। সরকারী কর্মকমিশনের নবনিযুক্ত সদস্যের শপথ গ্রহণ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ড. নূরজাহান বেগমকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য নিয়োগ করায় সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সদস্যবৃন্দ, সচিব আকতারী মমতাজ, অতিরিক্ত সচিব মোঃ মনজুরুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×