ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ বিমান বাহিনীকে সি-১৩০জে এমকে ৫ মিলিটারী পরিবহনের মালিকানা হস্তান্তর

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ জুলাই ২০১৮

বাংলাদেশ বিমান বাহিনীকে সি-১৩০জে এমকে ৫ মিলিটারী পরিবহনের মালিকানা হস্তান্তর

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি-এর উপস্থিতিতে গত ১২ জুলাই জি ২ জি চুক্তির আওতায় যুক্তরাজ্য হতে কেনা সি-১৩০জে এমকে ৫ মিলিটারী পরিবহন বিমানের মালিকানা বাংলাদেশ বিমান বাহিনীকে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত এই মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ হাবিব আহসান খান, এবং যুক্তরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ফর ডিফেন্স অফ দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এর পক্ষে ডিফেন্স ইকুইপমেন্ট সেলস অথোরিটি-এর এয়ার ইকুইপমেন্ট সেলস হেড উইলিয়ামসন হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন। কেনা বিমানগুলো চুক্তি মোতাবেক ২০১৯ সালের মে মাসে যুক্তরাজ্য হতে বাংলাদেশে আনা হবে। উল্লেখ্য ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্যেও তৈরি সি-১৩০জে এমকে ৫ মিলিটারী পরিবহন বিমানগুলি বিমান বাহিনীতে সংযোজিত হবে। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, এয়ার চীফ মার্শাল স্যার স্টিফেন হিল্লিয়ার, চীফ অফ দ্য এয়ার স্টাফ, রয়েল এয়ার ফোর্স এর আমন্ত্রণে রাজকীয় বিমান বাহিনীর শততম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান এবং যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘রয়েল ইন্টারন্যাশনাল এয়ার টেট্টো’ ‘এয়ার পাওয়ার কনফারেন্স’ এ অংশগ্রহণের জন্য ৭ দিনের সরকারী সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। -আইএসপিআর
×