ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে মাউশিতে বড় ধরনের রদবদল

প্রকাশিত: ০৬:০৬, ১৮ জুলাই ২০১৮

অবশেষে মাউশিতে বড় ধরনের রদবদল

স্টাফ রিপোর্টার ॥ বছরের পর বছর ঢাকায় একই পদে থাকা, জামায়াত কানেকশন, দুর্নীতিসহ নানা অভিযোগে অবশেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) আনা হলো বড় ধরনের রদবদল। দুর্নীতি দমন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট অনুসারে মাউশি ও তার অধীন অঞ্চলের মাধ্যমিক শাখায় মঙ্গলবার বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে শিক্ষকরা অভিযোগ করেছেন, রাজধানীতে সবচেয়ে বেশি সময় সময় ধরে প্রধান শিক্ষক হয়ে থাকা একাধিক জামায়াতপন্থী শিক্ষক এবারও রহস্যজনকভাবে বদলির বাইরে থেকে গেছেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা অঞ্চলের উপপরিচালক গৌর চন্দ্র ম-লকে ঢাকার তেজগাঁও শহীদ মনু মিঞা সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে, ঝিনাইদহের জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোকছেদুল ইসলামকে বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক পদে, ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাসকে ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম টুকুকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক করা হয়েছে। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক একেএম মোস্তফা কামালকে ঢাকা আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক, রাজশাহী পিএন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক তৌহিদ আরাকে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক পদে বদলি করা হয়েছে। একই আদেশে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক মোস্তফা হাবিবকে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নুর মোহাম্মদ আনিসুল ইসলামকে ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক, ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক মোঃ আখতারুজ্জামানকে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক করা হয়েছে। আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তারকে ঢাকা গবর্নমেন্ট মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক এবং নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা এ.এস.এম. আব্দুল খালেককে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
×