ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাঠে বেসামাল আরিফুল, সুবিধাজনক অবস্থায় কামরান

প্রকাশিত: ০৫:৫১, ১৮ জুলাই ২০১৮

মাঠে বেসামাল আরিফুল, সুবিধাজনক অবস্থায় কামরান

সালাম মশরুর, সিলেট অফিস ॥ সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মূল আলোচনায় আছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীদের একজন ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম। বাকি ৪ জনের মধ্যে ইসলামী আন্দোলন, সিপিবি বাসদ, ও স্বতন্ত্র প্রার্থী। অনেক প্রচেষ্টা সত্ত্বেও ২০ দলীয় জোট তাদের ঐক্য ধরে রাখতে পারেনি। দল থেকে ছিটকে গিয়ে বদরুজ্জামান সেলিম ও জোট থেকে বেরিয়ে গিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন। বিএনপির বদরুজ্জামান সেলিম ও জামায়াতের জুবায়ের নির্বাচনী মাঠে বিএনপি প্রার্থী আরিফুল হকের পরাজয়ের ডালি এগিয়ে নিয়ে আসছেন। নির্বাচনে অন্তত এই মুহূর্তে এই দুই প্রার্থীর জয়ের কোন লক্ষণ নেই। কারণ ভোটারদের বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভাগাভাগি হয়ে আছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান মণিপুরীদের ভালবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি নগরীর আম্বরখানা-মণিপুরীপারায় গণসংযোগে গেলে সেখানকার সকল বয়সের লোকজন তাকে স্বাগত জানান। এ সময় কামরান সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আশীর্বাদ ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারাও নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। বদর উদ্দিন আহমদ কামরান এ সময় বলেন, দেশবাসীর প্রিয় প্রতীক নৌকা হচ্ছে সাম্য ও সম্প্রীতির প্রতীক। নৌকার বিজয়ী হলে সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। তাই আগামী ৩০ জুলাইয়ের সিলেট সিটি নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাই নিজ নিজ মূল্যবান ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করুন। মেয়র প্রার্থী কামরান বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ জনপদ। এখানে বসবাসকারী বিভিন্ন ধর্মের লোকজনের পরস্পরের সঙ্গে রয়েছে চমৎকার সম্পন্ন। সবাই পরস্পরের সুখ-দুঃখের সঙ্গী। মির্জাজাঙ্গালে কামরানের সমর্থনে মতবিনিময় সভা ॥ সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর মির্জাজাঙ্গালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চবিদ্যালয়ে সোমবার রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী অধ্যক্ষ সুজাত আলী রফিক। বন্দরবাজার বারুতখানা ধোপাদিঘীরপারে গণসংযোগ ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সোমবার সকালে নগরীর বন্দরবাজার, লালবাজার গলির মুখ, বারুতখানা, জেলরোড, ধোপাদিঘীরপার, পৌরবিপণি এলাকায় গণসংযোগ করেছেন। আল-হামরা মার্কেটে গণসংযোগ ॥ আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিংমলে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন এবং ৩০ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। গণসংযোগকালে কামরানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ॥ সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের প্রচার চালিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতারা। সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন তারা। এ সময় নেতারা নৌকা ও বদর উদ্দিন আহমদ কামরানের জন্য সমর্থন ও সহযোগিতা কামনা করেন। শ্রমিকলীগ ॥ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগরের ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে মজুমদারী বাস টার্মিনালে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মাহফুজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। অরিফুল হক চৌধুরী ॥ ‘সিলেটে গাজীপুর কিংবা খুলনা মার্কা নির্বাচন চলবে না’ উল্লেখ করে ২০ দলের জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমার জীবনের একটি প্রধান উদ্দেশ্য ছিল সিলেট নগরীকে একটি মেগা সিটি ও পরিকল্পিত নগরীর হিসেবে পরিণত করা। এজন্য জনপ্রতিনিধি হিসেবে কিংবা রাজনৈতিক কর্মী হিসেবে যতদিন যে ভূমিকায় ছিলাম ততদিন এই মহানগরীর উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছি। কোন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের বৃহত্তর উন্নয়নকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি। উন্নয়নকাজে কোন অন্যায় আব্দার গ্রহণ করেনি, কারো সঙ্গে আপোসও করিনি-জীবন বাজি রেখে কাজ করেছি-ভবিষ্যতেও করে যাব, কারণ আপামর সিলেটবাসী আমার সঙ্গে আছেন। আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটবাসীর খেদমত করতে গিয়ে যদি আমার জীবনও উৎসর্গ করতে হয়, আমি করব। হয় মরব না হয় বাঁচব।’ মঙ্গলবার নগরীর ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অনুষ্ঠিত হলে জনগণ নগরের যোগ্য সেবককেই নির্বাচিত করবে উল্লেখ করে তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় নয়। এ সময় তিনি সবাইকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান শাবু, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান, আঞ্চলিক কমিটির সভাপতি ইলিয়াস আহমদ মুমিন, মোহাম্মদ আরিফ, মোঃ নূরুজ্জামান ফয়েজ, বদরুল, আব্দুল মতিন, আব্দুল খালিক, আব্দুল মুকিত, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল মুনিম কামাল, সোয়েব আহমদ। কুমারপাড়া, ঝরণারপাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। বিএনপি প্রার্থীর অভিযোগ ॥ সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের পক্ষ থেকে আবারও অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অভিযোগ সিলেট সিটির নির্বাচন-২০১৮ এর রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছে। দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রচারের সময় বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে তা আইনসম্মত নয়। এটা সংবিধান ও নির্বাচন আচরণবিধি পরিপন্থী। বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন চলছে এবং অব্যাহতভাবে গণগ্রেফতার করার হুমকি-ধমকি দেয়া হচ্ছে।
×