ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ভোটের মাঠ উত্তপ্ত, বোমা বিস্ফোরণে আহত ৫

প্রকাশিত: ০৫:৫০, ১৮ জুলাই ২০১৮

রাজশাহীতে ভোটের মাঠ উত্তপ্ত, বোমা বিস্ফোরণে আহত ৫

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ প্রকৃতিতে শ্রাবণ শুরু হলেও বৃষ্টির দেখা নেই। ফলে তীর্যক সূর্য দহনে তেঁতে উঠেছে রাজশাহী। সূর্য দহনে তেঁতে উঠার চেয়েও রাজশাহীতে এখন উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। উত্তাপ ক্রমেই ছড়াচ্ছে রাজশাহী নগরীতে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে প্রচার শুরুর পর থেকেই প্রধান দুই দলের মেয়র প্রার্থী আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল সমর্থকদের মধ্যে পোস্টার ছেঁড়া থেকে শুরু করে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার ভোটের মাঠের এ উত্তাপ গড়াল থানা পর্যন্ত। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ থানায় মামলা হয়েছে। সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলা ও নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়। সর্বশেষ মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনায় ভোটের মাঠের উত্তাপ চরমে উঠেছে। বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা এলাকায় বিএনপির গণসংযোগস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই রাজশাহীর ভোটের মাঠে উত্তেজনা ও উত্তাপ ছড়িয়ে পড়ে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের উপস্থিতিতে এ বোমা বিস্ফোরণের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বিএনপির দাবি তাদের পথসভা প- করার জন্য নৌকার সমর্থকরা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আর আওয়ামী লীগের অভিযোগ, নাটোরের ত্রাস, বাংলাভাই উত্থানের মদদতাদা, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ইন্ধনে রাসিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে নিজেরাই বোমা বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগর কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থীর পথসভায় দুলুর ইন্ধনেই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, নাটোরের ত্রাস হিসেবে খ্যাত, বাংলাভাইয়ের মদদদাতা রুহুল কুদ্দুস তালুকদার সোমবার থেকে রাজশাহীতে অবস্থানের পর থেকেই উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, সোমবার রাতে রাজশাহীর পর্যটন মোটেলে লন্ডনে থাকা বিএনপি নেতা তারেকের সঙ্গে কথা বলার পর সকালে এ কা- ঘটিয়েছেন দুলু। তিনি বিএনপির নেতা দুলুকে গ্রেফতারেও দাবি জানান। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন বলেন, রাজশাহীর নির্বাচনের মাঠ ভাল আছে। আচরণবিধি মেনে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরে নৌকার জোয়ার উঠেছে। এ কারণে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে বিএনপি নেতা দুলু-মিনুরা নিজেদের সভায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এর দায় আওয়ামী লীগের কাঁধে চাপানোর চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নাটোরের দুলুকে সবাই চিনেন। তিনি বাংলাভাইয়ের অন্যতম মদদতাদা, জঙ্গীর পৃষ্ঠপোষক। তারেকের নির্দেশে দুলুর পরিকল্পনায় নিজেরাই বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভোটের উৎসবকে ম্লান করতে চাইছেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, নাটোরের ত্রাস দুলু রাজশাহীতে এসে ভোটের মাঠ উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তিনি বলেন, রাজশাহী শান্তির জনপদ। এখানও আগে কোন নির্বাচনে সহিংসতা ঘটেনি। যত সহিংসতা ঘটেছে সব নাটোরে। দেশের মানুষ সাক্ষী আছে। সেই নাটোরের সন্ত্রাস এখন রাজশাহীতে পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। তিনি অবিলম্বে দুলুর গ্রেফতার দাবি করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় বিএনপির নির্বাচনী পথসভায় কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুলুকে অবিলম্বে গ্রেফতারের দাবি বাদশার ॥ রাজশাহীতে বোমা হামলাকারী হিসেবে উল্লেখ করে নাটোরের সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে বাদশা উল্লেখ করেন, দুলু রাজশাহী অঞ্চলে সন্ত্রাসের পুরনো পাপী। আবার এলাকায় এসে রাজশাহীর পরিচ্ছন্ন ভোটের মাঠ উত্তপ্ত করার পাঁয়তারা করছে। পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে রাজশাহীর শান্তিপূর্ণ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে। দুলু-মিনুর অভিযোগ ॥ এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু পাল্টা অভিযোগ করে বলেন, রাজশাহী সিটি নির্বাচনের পরিবেশ নষ্ট এবং বিএনপির নেতাকর্মীদের ভীতি প্রদর্শন করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, বোমা মেরে বা নির্যাতন করে বিএনপিকে কোনভাবেই দমিয়ে রাখা যাবে না। বিএনপি বীরের দল, তারা জীবনের ভয় পায় না। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জেলা ছাত্রদলের গণসংযোগ উদ্বোধনী বক্তব্য দেয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা পিস্তল উঁচিয়ে পালিয়ে যায়। আওয়ামী লীগ এই সিটি নির্বাচনে নিশ্চিত পারজয় জেনে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। লিটনের পোস্টার ছেঁড়ার অভিযোগে মামলা ॥ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ থানায় মামলা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং অফিসারের কাছেও অভিযোগ দেয়া হয়। নগরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পোস্টার ছেঁড়ার অভিযোগে থানায় মামলা ও নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়। সোমবার রাতে লিটনের নির্বাচনী আইন সহায়তা উপ-কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম এ অভিযোগ করেন। লিটনের ব্যাপক গণসংযোগ ॥ রাজশাহীর উন্নয়নে নৌকা মার্কায় ভোট চেয়ে নগরীতে গণসংযোগ করেছেন খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সকাল থেকে তিনি নগরীর কুমারপাড়া, পাচানীমাঠ এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগের সময় লিটন বলেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি করে রাজশাহীতে গ্যাস এনেছি। ইতোমধ্যে অনেক বাড়িতে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এখনও অনেকে বাড়িতে গ্যাস সংযোগ নেয়ার জন্য আবেদন করেছেন। আমি মেয়র নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। বুলবুলের প্রচার গণসংযোগ ॥ রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মঙ্গলবার সকাল থেকে নগরীর ১৫, ২২ ও ২৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়াতুজ্জামান উপস্থিত ছিলেন। সিটি নির্বাচনে সহিংসতার শঙ্কা নেই-ইসি ॥ সিটি নির্বাচন ঘিরে সন্ত্রাসী সংগঠনগুলো টার্গেট নিয়ে বসে থাকে। তবে রাজশাহী সিটি নির্বাচনকে ঘিরে কোন ধরনের সহিংসতার শঙ্কা নেই। তেমন কোন আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদত হোসেন চৌধুরী।
×