ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাহিসাব নিরীক্ষক হিসেবে শপথগ্রহণ করেছেন মুসলিম চৌধুরী

প্রকাশিত: ০৪:৪৫, ১৮ জুলাই ২০১৮

মহাহিসাব নিরীক্ষক হিসেবে শপথগ্রহণ করেছেন মুসলিম চৌধুরী

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে শপথ গ্রহণ করেছেন সদ্য বিদায়ী অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি পাঁচ বছরের জন্য এ পদে নিযুক্ত হলেন। মঙ্গলবার সুপ্রীমকোর্ট জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রীমকোর্টের রেজিস্টার জেনারেল ড. মোঃ জাকির হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারকবৃন্দ, সাবেক মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকবৃন্দ, নবনিযুক্ত ভারপ্রাপ্ত অর্থ সচিবসহ অর্থ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নতুন ব্রাউজার আনছে ফায়ারফক্স অর্থনৈতিক রিপোর্টার ॥ ওপেন সোর্স ব্রাউজার ফায়ারফক্সের নির্মাতা প্রতিষ্ঠান মজিলা নতুন একটি ইন্টারনেট ব্রাউজার বানাতে কাজ করছে। এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বানানো এই ব্রাউজারের নাম হবে ‘ফিনিক্স’। কমবয়সী ও প্রযুক্তি পছন্দ করেন এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে এই ব্রাউজার আনা হচ্ছে। ভার্সন কনট্রোল আর সোর্স কোড ব্যবস্থাপনায় ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম গিটহাব থেকে নেয়া তথ্যের বরাতে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, মজিলার প্রদায়করা চলতি বছর জুন থেকে আরও সক্রিয়ভাবে এই প্রকল্পে কাজ করছেন।
×