ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোমরা বন্দরে ফের আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ জুলাই ২০১৮

ভোমরা বন্দরে ফের আমদানি-রফতানি শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর কাস্টমস এলাকা থেকে অবশেষে বিজিবি চেকপোস্ট প্রত্যাহার করা হয়েছে। এর আগে বিজিবি চেকপোস্ট সরানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনসহ বন্দরের সকল সংগঠন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখে। টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বিজিবি কর্তৃপক্ষ চেকপোস্ট প্রত্যাহার করে নেয়ায় আবারও শুরু হয়েছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, কাস্টমস এ্যাক্টের ৯ ধারা মোতাবেক বন্দর এলাকার মধ্যে আমদানি-রফতানিকৃত পণ্যে কাস্টমস ছাড়া অন্য কোন সংস্থা হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু ২০১৫ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি পর্যন্ত বন্দর এলাকার চারটি স্থানে বিজিবি চেকপোস্ট বসিয়ে হস্তক্ষেপ করে আসছিল। এর ফলে ব্যবসায়ীদের সময় নষ্ট, বন্দরে গাড়ি কম প্রবেশ করাসহ নানা সমস্যার কারণে সরকারের রাজস্ব কমে যায়। বিজিবির এই চেকপোস্ট প্রত্যাহারের দাবিতে সিএন্ডএফ এ্যাসোসিয়েশনসহ বন্দরের সকল সংগঠন মঙ্গলবার সকাল থেকে আমাদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখে। এক পর্যায়ে দুপুরে বিজিবি বন্দর এলাকা থেকে চেকপোস্ট সরিয়ে নেয়ার পর আবারও শুরু হয় আমদানি-রফতানি কার্যক্রম। ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ব্যবসায়ীদের স্বার্থে চেকপোস্ট সরিয়ে নেয়া হয়েছে। ভোমরা স্থল বন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাগর সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
×