ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যাটোকে টিকিয়ে রাখার যৌক্তিকতা নেই ॥ মার্কিন বিশ্লেষক

প্রকাশিত: ০৪:৪০, ১৮ জুলাই ২০১৮

ন্যাটোকে টিকিয়ে রাখার যৌক্তিকতা নেই ॥ মার্কিন বিশ্লেষক

সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) সামরিক জোটের অস্তিত্ব থাকার কোন যৌক্তিক কারণ নেই। ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন, খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক ও মার্কিন লেখক জন স্টেপলিং। তিনি আরও বলেন, ন্যাটোকে যুক্তরাষ্ট্র বিদেশী সামরিকজোট হিসেবে ব্যবহার করছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একান্ত বৈঠক করেছেন। এই বৈঠকের আগে জন স্টেপলিং এ বক্তব্য দিলেন। ন্যাটোর কর্মকা-ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ করে আসছে মস্কো। হেলসিঙ্কিতে ট্রাম্প বলেছেন, ‘আলোচনার মতো আমাদের সামনে অনেক বিষয় রয়েছে।’ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি একান্ত বৈঠকে ‘বাণিজ্য থেকে সামরিক’ এবং ‘ক্ষেপণাস্ত্র থেকে চীন’ সব বিষয় নিয়েই কথা বলেছেন। নিকারাগুয়ায় ওর্তেগা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে নিকারাগুয়ায় প্রেসিডেন্ট ডানিয়েল ওর্তেগা ও তার স্ত্রী দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও রুরিলো পদত্যাগ না করা পর্যন্ত ছাত্ররা আন্দোলন থামাবে না। সপ্তাহব্যাপী সহিংসতা চলার পর সোমবার রাজধানী মানাগুয়াতে ছাত্ররা ‘ওর্তেগা চলে যাও’, ‘অপরাধী ওর্তেগা বিদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না’ বলে সেøাগান দিতে থাকে। খবর এএফপির। গত রবিবার দেশটির দক্ষিণে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়। দেশটিতে চলমান সহিংসতার কারণে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘অবিলম্বে সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে। বিক্ষোভরতদের সঙ্গে সংলাপে বসে দ্রুত সমস্যা সমাধান করতে হবে।’ কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লস আলবারাডো একই আহ্বান জানিয়েছেন।
×