ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি ॥ রুশ নারী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৬, ১৮ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি ॥ রুশ নারী গ্রেফতার

রাজনৈতিক দলে অনুপ্রবেশ করে রুশ সরকারী গোয়েন্দা হিসেবে ষড়যন্ত্রের অভিযোগে ২৯ বছর বয়সী রাশিয়ার এক নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত রুশ নারীর নাম মারিয়া বুটিনা। তিনি রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং অস্ত্র রাখার অধিকারের একজন সমর্থক। তবে বুটিনার বিরুদ্ধে এই অভিযোগ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট নয়। খবর বিবিসি, ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভির। অভিযোগ রয়েছে, এই নারী রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নির্দেশে কাজ করতেন। বুটিনার আইনজীবী রবার্ট ড্রিসকল সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, তার মক্কেল কোনও এজেন্ট নন। তিনি আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, ওয়াশিংটনে বসবাসকারী বুটিনাকে রবিবার গ্রেফতার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বুটিনাকে গ্রেফতারের ঘোষণাটি দেয়া হলো। এর আগে ২০১৬ সালের মার্কিন নির্বাচনের প্রচার কার্যক্রমে ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার ১২ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মার্কিন বিচার বিভাগ সোমবার জানিয়েছে, ওয়াশিংটনে বসবাসকারী বুটিনাকে রবিবার রাতে গ্রেফতার করা হয় এবং বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছে। রুশ সরকারের গুপ্তচর হয়ে ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুটিনা অস্ত্র রাখার পক্ষের সমর্থক রুশ কনসালটেন্সি রাইট টু বিয়ার আর্মস’র প্রতিষ্ঠাতা। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকে কাজ করে এমন একটি উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশে কাজ করার অভিযোগ আনা হয়েছে বুটিনার বিরুদ্ধে। তবে আদালত ওই কর্মকর্তার নাম উল্লেখ করেননি। এদিকে, বুটিনার ফেসবুক পাতায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী প্রধান আলেক্সজান্ডার তোরসিনের সঙ্গে বুটিনার বেশকিছু ছবি দেখা গেছে এবং বিষয়টির সঙ্গে জড়িত একজন জানিয়েছেন, বুটিনা আসলে আলেক্সজান্ডারের জন্য কাজ করেন। গত এপ্রিলে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রে প্রবেশে আলেক্সজান্ডারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বুটিনার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি রুশ ওই কর্মকর্তাসহ দুই মার্কিন নাগরিকের যোগসাজসে মার্কিন রাজনীতি ও অস্ত্র সংরক্ষণ অধিকারের পক্ষে জনমত সৃষ্টিতে কাজ করেন। তবে অভিযোগে কারও নাম-পরিচয় না থাকলেও ফেসবুকের ছবিতে দেখা যায়, বুটিনা এমন একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যে অনুষ্ঠানটি স্পন্সর করেছে জাতীয় রাইফেল এ্যাসোসিয়েশন (এনআরএ)। বুটিনা মার্কিন রাজনীতিতে প্রবেশের সুযোগ নিয়ে ক্রেমলিনে তথ্য পাচার করত বলে অভিযোগে বলা হচ্ছে।
×