ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিবীয় উপকূল থেকে ১০ বাংলাদেশী উদ্ধার

প্রকাশিত: ০৮:০৫, ১৭ জুলাই ২০১৮

লিবীয় উপকূল থেকে ১০ বাংলাদেশী উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ লিবিয়ার উপকূলে একটি লরি কন্টেনার থেকে ১০ বাংলাদেশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের সবাইকে হিমশীতল কন্টেনারে করে ইউরোপে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবার মোট ৯০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে ১০ জনই বাংলাদেশী। খবর ওয়েবসাইটের। ত্রিপোলিতে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোজাম্মেল হক বলেন, মোট ১০ বাংলাদেশীকে উদ্ধার করা হয়। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলেও তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। এখনও ৫-৬ জন চিকিৎসাধীন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। মোজাম্মেল বলেন, ‘আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের শীঘ্রই ত্রিপোলিতে নিয়ে আসা হবে।’ তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমরা ত্রিপোলি ত্যাগ করতে পারি না। বিকল্প পদ্ধতিতে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দুর্বল কেন্দ্রীয় সরকার আর ইতালির সঙ্গে সীমান্ত থাকার সুযোগে বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে এই উপকূল ব্যবহার পছন্দ করে শরণার্থী ও অবৈধ অভিবাসন প্রার্থীরা।
×