ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওসমানী হাসপাতালে কিশোরী ধর্ষণের অভিযোগে ইন্টার্ন ডাক্তার আটক

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ জুলাই ২০১৮

  ওসমানী হাসপাতালে  কিশোরী ধর্ষণের  অভিযোগে  ইন্টার্ন ডাক্তার আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক রোগীর স্বজন নবম শ্রেণীর ছাত্রী এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। ধর্ষিতা কিশোরী তার অসুস্থ নানির সঙ্গে রাতে হাসপাতালে ছিল। রবিবার মধ্যরাতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে অভিযুক্ত চিকিৎসককে পুলিশ আটক করে। অভিযুক্ত চিকিৎসকের নাম মাক্কাম আহমদ মাহী। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোখলেসুর রহমানের পুত্র। সে ওসমানী মেডিক্যালের নাক, কান ও গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক। জানা গেছে, অসুস্থ নানির সঙ্গে হাসপাতালে ছিল ওই শিক্ষার্থী। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৮ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে ভর্তি ছিলেন ওই স্কুলছাত্রীর নানি। রবিবার রাতে ওই স্কুলছাত্রী ছাড়া আর কেউ রোগীর সঙ্গে ছিল না। রাতে ফাইল দেখার কথা বলে ডাক্তার মাহী ওই মেয়েটিকে একই ফ্লোরে নিজের কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সকালে বাবা-মা হাসপাতালে আসার পর স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা তাদের জানায়। সোমবার সকাল ৮টার দিকে মেয়ের বাবা-মা ওসমানী মেডিক্যালের পরিচালকের কাছে চিকিৎসক মাহীর বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর হাসপাতালের চিকিৎসক, পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের মধ্যে বৈঠক হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষই মাহীকে পুলিশের কাছে সোপর্দ করে।
×