ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুরে হত্যা মামলা

উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সব আসামি খালাস

প্রকাশিত: ০৫:০৮, ১৭ জুলাই ২০১৮

 উপজেলা পরিষদ  চেয়ারম্যানসহ সব আসামি খালাস

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ জুলাই ॥ একটি হত্যা মামলায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ সকল আসামিকে নথিসহ খালাস দিয়েছে আদালত। সোমবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলালউদ্দিন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। জানা গেছে, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩২ আসামি লিটন আলম নামে এক ব্যক্তির হত্যা মামলার আসামি ছিলেন। নিহত লিটন আলম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল আলী মাতুব্বরের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালের ২১ মার্চ সকাল ৯টার দিকে ওষুধ আনার জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ইউসুফদিয়া গ্রামের হাই মাতুব্বরের বাড়ির সামনে লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
×