ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিয়োগবাণিজ্য ॥ ইবির দুই শিক্ষককে অব্যাহতি

প্রকাশিত: ০৫:০৭, ১৭ জুলাই ২০১৮

 নিয়োগবাণিজ্য ॥ ইবির দুই শিক্ষককে  অব্যাহতি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যেও অডিও ফাঁসের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে প্রশাসনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেল ৫টার দিকে বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, ইসলামী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এক প্রার্থীর সঙ্গে ২০ লাখ টাকার লেনদেনের অডিও ফাঁস হয়। কথোপকথনে বিশ^বিদ্যালয়ের টিএসসিসির পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ জড়িত থাকার অভিযোগে তাদের পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে প্রশাসন। এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর মোঃ বখতিয়ার হাসান হল প্রভোস্টের দায়িত্ব পালন করবেন।
×