ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মায় প্রবল স্রোত ॥ শিমুলিয়ায় লঞ্চ সিবোট বন্ধ

প্রকাশিত: ০৫:০৬, ১৭ জুলাই ২০১৮

  পদ্মায় প্রবল স্রোত ॥ শিমুলিয়ায় লঞ্চ  সিবোট বন্ধ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পদ্মা এখন উত্তাল হয়ে উঠেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে এখন পদ্মায় এখন প্রবল স্রোত। সেই সঙ্গে বড় বড় ঢেউ। এসব কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সোমবার সকাল থেকে লঞ্চ, সিবোটসহ অন্যান্য নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্রোতের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় ফেরি চলাচলও সীমিত করা হয়েছে। বহরের ১৬টি ফেরির মধ্যে কোনক্রমে চলতে পারছে মাত্র ৭টি ফেরি। তাও ধীরে ধীরে। তাই পারাপারে সময় লাগছে বেশি। সাধারণ যাত্রীরা এখন ফেরিতে নৌপথ পাড়ি দিচ্ছে। জনসাধারণে ফেরিতে ভর্তি হওয়ায় যানবাহনও কম ওঠতে পারছে ফেরিতে। এমনকি সব নৌযান বন্ধ থাকায় ফেরিতে এত লোক যে কোন সময় যান ফেরিতে নিতেই পারছে না। ঘাটে দেখা দিয়েছে যানজট। পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক বিভিন্ন প্রকার যান। যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কয়েক দিন ধরে পদ্মায় প্রচন্ড ঢেউ আর স্রোতের কারণে ফেরি চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। ফেরিগুলো স্রোতের প্রতিকূলে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্ট পাড়ি দিতে পারছিল না। পদ্মা পাড়ি দিতে না পারায় বার বার ফেরিগুলো ফিরে আসছে একই ঘাটে। পরিস্থিতি নিরসনে গত কয়েকদিন আগে একটি নতুন বিকল্প চ্যানেল চালু করা হয়। এই চ্যানেলে পদ্মা পাড়ি দিয়ে আটকে পড়া ট্রাকগুলো পারপার করা হচ্ছিল। কিন্তু ট্রাকের সংখ্যা কমতে না কমতে বুধবার থেকে আবার দেখা দেয় নতুন করে সমস্যা। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলের পানিতে নতুন চ্যানেলেও প্রবল স্রোত দেখা দিয়েছে। এতে সিবোট ও লঞ্চ চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় কর্তৃপক্ষ ঝুঁকি এড়াতে লঞ্চ ও সিবোট চলাচল সকাল থেকে বন্ধ করে দেয়।
×