ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার বছর পর কবর থেকে সাংবাদিক আলতাফের কঙ্কাল উত্তোলন

প্রকাশিত: ০৫:০৪, ১৭ জুলাই ২০১৮

 চার বছর পর কবর থেকে সাংবাদিক আলতাফের কঙ্কাল উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৬ জুলাই ॥ রাজাপুরের বাসিন্দা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সিনিয়র ক্যামেরাম্যান স্বর্ণপদকপ্রাপ্ত আলতাফ হোসেনের লাশ দাফনের ৪ বছর ৩ মাস পর কবর থেকে কঙ্কাল উত্তোলন করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দ্বিতীয় স্ত্রী ছবি আক্তার সাবিনার এমন অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় আদালতের নির্দেশে ফরেনসিক টেস্টের জন্য সোমবার দুপুরে উপজেলার কানুদাসকাঠি পারিবারিক কবরস্থান থেকে তার লাশের অংশ বিশেষ হিসেবে মাথার খুলিসহ হাড়গোড় উত্তোলন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন, মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত হারুন অর রশিদ ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ মোঃ আসাদুজ্জামান। পুলিশ জানায়, ২০১৪ সালের ৬ মার্চ সাংবাদিক আলতাফ হোসেন মারা যান। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী ছবি আক্তার সাবিনা তার স্বামীকে বাড়ি থেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে অভিযোগ তুলে সাংবাদিক আলতাফ হোসেনের দ্বিতীয় স্ত্রী ছবি আক্তার সাবিনা বাদী হয়ে ৩ বছর ৭ মাস পরে ২০১৭ সালের ১২ অক্টোবর মাসে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী অভিযোগ করেন করেন। পরে আদালতের নির্দেশে ১৬ অক্টোবর রাজাপুর থানা পুলিশ এজাহার রেকর্ড করেন (মামলা নং ৭)। মামলার বাদী ছবি আক্তার সাবিনা অভিযোগ করেন, উপজেলার কানুদাসকাঠি গ্রামের মৃত তাছেন উদ্দিনের ছেলে বিটিভি ক্যামেরাম্যান আলতাফ হোসেনের সঙ্গে ২০১১ সালের ২৭ জুলাই ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেলায়েত হোসেন মৃধার মেয়ে ছবি আক্তার সাবিনা।
×