ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:০৩, ১৭ জুলাই ২০১৮

 নারায়ণগঞ্জে হোসিয়ারি  শ্রমিককে কুপিয়ে  হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর নয়ামাটি এলাকায় শাকিল মিয়া (১৬) নামে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১ টায় নগরীর নয়ামাটি আলম মার্কেটের তৃতীয় তলার হাসনেয়ারা হোসিয়ারির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত শাকিল মিয়া বন্দরচর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে। সে হাসনেয়ারা হোসিয়ারিতে শিক্ষানবিস মেশিন অপারেটরের কাজ করছিল। জানা গেছে, রবিবার রাতে হোসিয়ারি শ্রমিক শাকিল মিয়া বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা বাইরে একটি দোকানে দেখে হোসিয়ারিতে এসে ঘুমায়। কিন্তু সকালে দোকান খোলা না দেখে হোসিয়ারির মালিক সুমন মিয়া হোসিয়ারি খুলে ভেতরে প্রবেশ করলে শাকিলের মরদেহ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মার্কেটের নৈশ প্রহরী আমির উদ্দিন জানান, নিহত শাকিলের সঙ্গে আরেক হোসিয়ারি শ্রমিক সারোয়ার মিয়ার সঙ্গে রাতে হোসিয়ারিতে ঘুমিয়েছিল। . দিনাজপুরে কৃষক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। সোমবার দুপুর সাড়ে ১২টায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ৬০ বছরের আব্দুল হাইকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ মোফাজ্জল হোসেন ও আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল হাইয়ের তিনটি ছাগল বাড়ির পাশে মোফাজ্জল হোসেনের নার্সারিতে প্রবেশ করে কয়েকটি চারাগাছ খেয়ে ফেলে। নার্সারি মালিক মোফাজ্জল হোসেন ছাগলগুলো আটক করলে এ নিয়ে আব্দুল হাইয়ের মধ্যে বাগবিত-ার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে মোফাজ্জল হোসেন বাড়ি থেকে বঁটি নিয়ে এসে আব্দুল হাইয়ের পেটে কোপ দেয়। ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।
×