ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানের নারা ভার্সিটিতে প্রশিক্ষণে যাচ্ছেন চবির ১০ ছাত্রী

প্রকাশিত: ০৫:০২, ১৭ জুলাই ২০১৮

  জাপানের নারা ভার্সিটিতে  প্রশিক্ষণে যাচ্ছেন  চবির ১০ ছাত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাপানের নারা উইম্যান বিশ্ববিদ্যালয়টিতে এনভায়রনমেন্টাল মডেলিংয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, গণিত ও পরিসংখ্যান বিভাগের ১০ ছাত্রী। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত চুক্তির আলোকে আগামী ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। চবি জনসংযোগ বিভাগ সূত্রে সোমবার জানানো হয়, প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, প্রশিক্ষণ টিমের সার্বিক তত্ত্বাবধায়ক বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. জরিন আখতার ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এএইচএম রায়হান সরকার উপস্থিত ছিলেন। উপাচার্য নারা উইম্যান ইউনিভার্সিটির সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পাদিত চুক্তির বিভিন্ন ইতিবাচক দিক এবং ট্রেনিং প্রোগ্রামের গুরুত্ব আলোকপাত করে বলেন, এ ধরনের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান আহরণের সুযোগ যেমনি অবারিত হবে।
×