ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক সংস্কার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:০০, ১৭ জুলাই ২০১৮

 সড়ক সংস্কার  দাবিতে  রাজশাহীতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর বিভিন্ন সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বেলা ১০টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচী পালন করে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ নামের একটি সেচ্ছাসেবী সংস্থা। মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে মোটর শ্রমিক, মোটর মালিক এবং নগরীর দুর্ভোগের শিকার মানুষ জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাজশাহীর রেলওয়ে স্টেশন হতে ভদ্রা হয়ে তালাইমারী সড়কসহ মহানগরীর ত্রুটিপূর্ণ সড়কগুলো সংস্কারের দাবি জানান। বক্তারা বলেন, নগরের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার ধুলাবালির কারণে নগরের মানুষের স্বাস্থ্যঝুঁকি দিনে দিনে বেড়েইে চলেছে। মানববন্ধন কর্মসূচীতে বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জাহিদ আলী, ইয়্যাস-এর সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, নারী ও শিশুবিষয়ক সম্পাদক ফাতেমা আলী মেঘলা প্রমুখ বক্তব্য রাখেন।
×