ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৪:৫৯, ১৭ জুলাই ২০১৮

 নাটোরে ক্ষুদ্র  নৃ-গোষ্ঠীর বিক্ষোভ  সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৬ জুলাই ॥ নাটোরে সরকারী গেজেটে সকল ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তি না হওয়ার কারণে সরকারের বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণে দেখা দিয়েছে নানা অনিয়ম ও সমস্যা। বিগত বছরগুলো সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন এই বরাদ্দ পেলেও এখন তারা আর সে সুবিধা ভোগ করতে পারছেন না। যে সকল জনগোষ্ঠীর নাম গেজেটে অন্তর্ভুক্তি আছে কেবল তাদেরই এই বরাদ্দের আওতায় আনার প্রক্রিয়া চলমান থাকায় ক্ষোভে ফেটে পড়ছেন বাদপড়া জনগোষ্ঠী। বরাদ্দকৃত অর্থ সবার মাঝে সঠিকভাবে বণ্টন না করার কারণে এই সকল জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। বাধ্য হয়েই বাদপড়া ও সরকারী অনুদানের বরাদ্দ বঞ্চিত এসব জনগোষ্ঠীর লোকজন বেছে নিচ্ছেন আন্দোলনের পথ। তাই সোমবার দুপুরে বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রাম উপজেলা কমিটির আয়োজনে কালিকাপুর আদিবাসী পল্লীর পাঁচ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দ।
×