ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন প্রতিরোধের দাবি

প্রকাশিত: ০৪:৫৯, ১৭ জুলাই ২০১৮

 জামালপুরে ব্রহ্মপুত্র  নদের ভাঙ্গন প্রতিরোধের  দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ জুলাই ॥ জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙ্গন প্রতিরোধ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক রক্ষার দাবিতে সোমবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে হরিপুর গ্রামবাসী। ভাঙ্গনকবলিত এলাকা হরিপুর গ্রামে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের তিন শতাধিক সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় ভাঙ্গন প্রতিরোধে সরকারের সুদৃষ্টি কামনা করে বক্তব্য দেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, বিশ^বিদ্যালয় ছাত্র মেহেদী হাসান আকন্দ, ব্যবসায়ী মুখলেছুর রহমান সুজন, আলমিন রুবেল, ময়নাল মিয়া, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রেনুয়ারা বেগম ও শিউলী বেগম প্রমুখ। বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে তীব্র ভাঙ্গনে গত পাঁচদিনে পাঁচটি পরিবারের ১১টি ঘরসহ বসতভিটা ব্রহ্মপুত্র নদে বিলীন, অন্তত ২৫টি পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে এবং আরও দুই শতাধিক পরিবার ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে ভাঙ্গন অব্যাহত থাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর অংশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তারা জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধের দাবি জানিয়েছেন।
×