ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মা-মেয়ে হত্যার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৪:৫৯, ১৭ জুলাই ২০১৮

  চট্টগ্রামে মা-মেয়ে হত্যার ঘটনায় তিনজনকে  জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান ফ্লোরাপাস রোড এলাকায় পানির ট্যাঙ্ক থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর মধ্যে দুইজন নিকট আত্মীয় এবং অপরজন তাদের দোকান কর্মচারী। গত সোমবার রাতে এ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ জানায়, মনোয়ারা বেগম (৯৭) ও তার কন্যা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহ মেহেরুন নেসা বেগম (৬৭) হত্যার ঘটনার যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন মেহেরুন নেসার বোনের ছেলে মুশফিকুর রহমান, বেলাল উদ্দিন এবং দোকান কর্মচারী ইমন। তবে জিজ্ঞাসাবাদ করা হলেও এদের গ্রেফতার কিংবা আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত রবিবার দুপুরে ফ্লোরাপাস সড়কের মেহের মঞ্জিলের রিভার্স ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মা-মেয়ের মরদেহ। স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনোয়ারা বেগমের পুত্র মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এ মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ ধারণা করছে ওই এলাকায় মেহেরুন নেসার নামে থাকা জমি ও ৪ তলা ভবন দখলে নেয়ার জন্য পরিকল্পিতভাবে মা-মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে সে কারণেই বোনের ছেলে মুশফিকুর রহমান এবং দোকান কর্মচারী ইমনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় হত্যার স্বীকার মনোয়ারা বেগম ও কন্যা শাহ মেহেরুন নেসার বাড়ি চাঁদপুর জেলার মতলব পুরানবাজার এলাকায়। এর মধ্যে মেহেরুন নেসা রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসরে যান। এই দু জনের মধ্যে মায়ের শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। ফলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অনেকটাই নিশ্চিত পুলিশ। তবে মেহেরুন নেসার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
×