ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহমুদ রবির ব্যস্ততা

প্রকাশিত: ০৪:৫৬, ১৭ জুলাই ২০১৮

মাহমুদ রবির ব্যস্ততা

স্টাফ রিপোর্টার ॥ শুরুটা থিয়েটারের মধ্য দিয়ে। খুলনার সন্তান মাহমুদ রবি ১৯৯৮ সালে ছাত্র অবস্থায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েন থিয়েটারে। খুলনা থিয়েটারের হয়ে ‘গোলামের বাচ্চা গোলাম’, ‘যুদ্ধ থামেনি’, ‘বিজয় আমাদেরই’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন। ‘নোনা নদী বাঁধা বন’ নাটকে অভিনয় করে সাড়া ফেলেন বিভিন্ন মহলে। শিখেছেন ক্লাসিক্যাল ও মডার্ন ড্যান্স। তিনি বলেন, মিডিয়ায় আসতে মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও উৎসাহ পেয়োিছ। স্বপ্ন ছুঁতে তিনি চলে আসেন ঢাকায়। ‘ব্যঞ্জন মাল্টিমিডিয়া প্রডাকশন’ নামক একটি প্রডাকশন হাউসের কর্ণধর তিনি। হাউস থেকে বানিয়েছেন নাটক, বিজ্ঞাপনসহ কয়েকটি মন্ত্রণালয়ের ডকুমেন্টরি। করেছেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ২য় সাবমেরিন ক্যাবল প্রকল্প ‘সিমিউই-৫’ উদ্বোধনের কাজটি। নির্মাণ করেন ‘সিমিউই-৫’ সম্পর্কিত একটি ডকুমেন্টরি। রবি জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ব্যঞ্জন মাল্টিমিডিয়া থেকে বের হতে যাচ্ছে কয়েকটি গান এবং গানগুলোর মিউজিক ভিডিও। এরমধ্যে কয়েকটি গান মিলন মাহমুদ রবির নিজেরই লেখা। গানের সুর মিউজিকের কাজ শেষ হলেই শুরু হবে মিউজিক ভিডিওর কাজ। তবে গানগুলো ভাল কণ্ঠশিল্পী দিয়েই গাওয়ানো হবে বলে জানান তিনি।
×