ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সুলতান : দ্য সেভিয়র’ চলচ্চিত্রে মিম

প্রকাশিত: ০৪:৫৫, ১৭ জুলাই ২০১৮

‘সুলতান : দ্য সেভিয়র’ চলচ্চিত্রে মিম

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যা সিন্হা মিম অভিনীত ‘সুলতান : দ্য সেভিয়র’ চলচ্চিত্রটি এবার রোজার ঈদে মুক্তি পায় ওপার বাংলায়। এতে মিমের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সব ঠিক থাকলে আগামী শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মিম বলেন, ছবিটি ভারতে মুক্তির পর বেশ সাড়া পেয়েছি। এ ছবিতে আমার চরিত্রের নাম আলিয়া। আর রাজা চরিত্রে আছেন জিৎ। ধনী পরিবারের জেদি মেয়ের চরিত্র আমার। পেশায় আইনজীবী। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ। এ্যাকশন-রোমান্টিক গল্পের এ ছবিটি বাংলাদেশের দর্শকরাও পছন্দ করবেন বলে আশা করছি। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। এটি বাংলাদেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। এর বাইরে নতুন কোন ছবিতে মিম চুক্তিবদ্ধ হয়েছেন কি না জানতে চাইলে বলেন, এখনও না। তবে বেশ কয়েকটি ছবি নিয়ে প্রযোজক ও পরিচালকদের সঙ্গে আলাপ হচ্ছে। আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি। ভাল কাহিনীর প্রজেক্ট ছাড়া এখন কাজ করতে চাই না। ভাল ছবি হাতে পেলে বছরে দুটিই আমার জন্য যথেষ্ট। গত রমজানের ঈদে কোন টিভি নাটকে কাজ করেননি মিম। এবারের কোরবানির ঈদেও তিনি ছোট পর্দায় থাকবেন না বলে জানিয়েছেন। ভাল কিছু ছবিতে কাজের অপেক্ষায় রয়েছেন এখন বিদ্যা সিন্হা মিম। খুব শীঘ্রই নতুন ছবির খবর দেবেন বলে জানান এই লাক্স তারকা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বিদ্যা সিন্হা মিম অভিনীত উত্তম আকাশের ‘আমি নেতা হবো’ এবং সৈকত নাসিরের ‘পাষাণ’ ছবিটি মুক্তি পায়। দুটি ছবিতে যথাক্রমে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার অভিনেতা ওম।
×