ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’ আজ

প্রকাশিত: ০৪:৫৪, ১৭ জুলাই ২০১৮

বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’ আজ

স্টাফ রিপোর্টার ॥ বাড়ির কর্তা মুখার্জী মশাইকে ঘিরে কিছুদিন আগেও গুরুকুলের চারপাশে থাকত দূর-দুরান্ত থেকে আসা শত-শত মানুষ। চলতো গান-গল্পের আসর দিন-রাত। আজ সে বার্ধক্যে আড়ষ্ঠ, নিথর, পঙ্গু, অসহায় এবং নিঃসঙ্গ। তাকে দেয়ার মত সময় আজ আর কারও নেই। একমাত্র ছেলে পার্টটাইম একটি কলেজের লেকচারার। স্ত্রী বিয়োগের পর সেও একা। বার্ধক্যের অভিশাপ যেন তার দিকেও তেড়ে আসছে। তার সন্তানেরা আধুনিকতার দোহাই দিয়ে তাদের পুরোনো জঞ্জাল ভেবে এক পাশে রেখে দেয়। বোঝায় বার্ধক্য এমনই হয়, এটা অভিশাপ। তাদের কাছ থেকে পালিয়ে এক প্রকার আত্মরক্ষার জন্য বৃদ্ধ পিতাকে নিয়ে লেকচারার পুত্র বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়। তার ভাবনা, পরে যদি সিট না পাই। আমাদের সমাজে বার্ধক্য বেলার মরমি গাথা নিয়ে মর্মস্পর্শী নাটক ‘অনিকেত সন্ধ্যা’। নাট্যকার চন্দন সেন রচিত নাটকটির নির্দেশক আরহাম আলো এবং প্রযোজনা অধিকর্তা তৌফিকুর রহমান। বহুবচন প্রযোজনা এ নাটকটি মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। দলের ২৪তম প্রযোজনা এ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেন নূর রোহান, আরহাম আলো, মাহ্মুদ, রুমানা, সাহিত্য, পংকজ, মনু মাসুদ, তৌফিকুর রহমান প্রমুখ।
×