ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’

প্রকাশিত: ০৪:৫৪, ১৭ জুলাই ২০১৮

ভারতে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক উৎসবে অংশ নেয়ার পর এবার ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। গত বছরের ৩ মার্চ মুক্তি পায় ফাখরুল আরেফিন খানের এ চলচ্চিত্র। এরপর ছবিটি অংশ নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। আগামী ৩ আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে ভারতের কলকাতায়। গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ভুবন মাঝি’ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন ফাখরুল আরেফিন খান। তিনি জানান, এটি আমার পরিচালনায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই চলচ্চিত্রের সঙ্গে আমার অনেক আবেগ আর অনুভূতি জড়িয়ে আছে। বিশেষ করে কালিকাপ্রসাদের স্মৃতি। তাকে ভাই বা বন্ধু যা-ই বলি না কেন, তিনি অনেক পরিশ্রম করে আমার ছবিটির সঙ্গীতায়োজন করেছিলেন। এখন ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কিন্তু তিনি বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে আজ আরও বেশি খুশি হতাম। পরিচালক অরিন্দম শীলের প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান থেকে ছবিটি ভারতে মুক্তি দেয়ার ব্যাপারে উদ্যোগ নেয়া হয়। ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি একজন সাধারণ সংগ্রামী মানুষের জীবনে বিদ্রোহী হয়ে ওঠার গল্প। এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ।
×