ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লোকসানে ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০৪:৪৭, ১৭ জুলাই ২০১৮

  লোকসানে ভ্যানগার্ড মিউচুয়াল  ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩০ জুন ২০১৮ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) আগের বছর থেকে ৩৫ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইপিইউ হয়েছে ০.৪৩ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৬৬ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ফান্ডটির ইপিইউ ০.২৩ টাকা বা ৩৫ শতাংশ কমেছে। এদিকে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ০.১৬ টাকা। আগের বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ০.২০ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ০.৩৬ টাকা বা ১৮০ শতাংশ। ৩০ জুন ২০১৮ পর্যন্ত ফান্ডটির বাজার দর দাঁড়িয়েছে ১০.৮৮ টাকা।
×