ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যুক্তিতর্ক অব্যাহত

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ জুলাই ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যুক্তিতর্ক অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। আসামি আবদুর রহিমের পক্ষে চতুর্থ দিনে যুক্তিতর্ক পেশ শেষ করেন তার আইনজীবী। এ আসামির পক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আইনী পয়েন্টে যুক্তি পেশ করেন। এরপর আসামি সাবেক সেনা কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন আইনজীবী মোহাম্মদ আহসান। মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে আজ মঙ্গলবার ও কাল বুধবার। এ পর্যন্ত ৪২ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে। সোমবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৯৭তম দিন। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে।
×