ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক কোটি ১৮ লাখ নতুন ভোটারকে এনআইডি দিতে পারছে না ইসি

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ জুলাই ২০১৮

এক কোটি ১৮ লাখ নতুন ভোটারকে এনআইডি দিতে পারছে না ইসি

স্টাফ রিপোর্টার ॥ বারবারই ঝুলে যাচ্ছে এক কোটি ১৮ লাখ নতুন ভোটারের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টি। ভোটার হলে এখন জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তাদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। বিসিএসের আবেদন থেকে শুরু করে ব্যাংক হিসাব খোলাসহ সরকারী, বেসরকারী নানা কাজে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। অথচ এসব তরুণ ভোটারের হাতে এখনও কোন জাতীয় পরিচয়পত্র পৌঁছাতে পারছে না নির্বাচন কমিশন। গত বছর থেকেই বিসিএস পরীক্ষার্থীর জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। পিএসসির পক্ষ থেকে ৩৮তম বিসিএস পরীক্ষা থেকেই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখিত এসব কারণে নতুন ভোটাররা প্রতিদিনই এনআইডির জন্য আবেদন করছেন। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় প্রতিনিয়ত চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ইসি সূত্রে জানা গেছে, এসব বিষয় মাথায় রেখে নতুন ভোটার হওয়া নাগরিকদের প্রাথমিকভাবে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্রও দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ এই প্রক্রিয়াও জটিলতার মধ্যে পড়তে হয়েছে। জানা গেছে কমিশনের পক্ষ থেকে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র দিতে একটি বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু বেসরকারী প্রতিষ্ঠানের মুদ্রিত কার্ড নি¤œমানের হওয়ায় তা বিতরণে যোগ্য নয় বিধায় কার্ড বিতরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন। নতুন করে কার্ড মুদ্রণ করে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু নতুন এই প্রক্রিয়ায় আগামী সংসদ নির্বাচনের আগে নতুন ভোটারদের হাতে কোন পরিচয়পত্র পৌঁছানো সম্ভব হবে না বলে জানা গেছে। ইসি সূত্রে জানা গেছে একটি বেসরকারী প্রতিষ্ঠানকে নতুন ভোটারদের লেমিনেটেড এনআইডি মুদ্রণের কাজ দেয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির মুদ্রিত কার্ড নিম্নমানের হওয়ায় এই কাজের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মুদ্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত কোম্পানির মুদ্রিত কার্ড নিম্নমানের হওয়ায় তা গ্রহণ করা হয়নি। বর্তমানে নতুনভাবে কার্ড মুদ্রণের পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে মুদ্রণ সম্পন্ন করে বিতরণ কার্যক্রম নেয়া সম্ভব হবে উল্লেখ করেন। ২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের লেমিনেটেড এনআইডি কার্ড দেয়া হয়। ২০১৫ সালের জানুয়ারিতে নয় কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড দেয়ার চুক্তি করে ইসি। এ স্মার্টকার্ড পৌঁছে দেয়ার প্রক্রিয়া শুরু হয় ২০১৬ সালের অক্টোবর থেকে। স্মার্টকার্ড বিতরণে নানা জটিচলতা দেখা দেয়ায় গত বছর অনুষ্ঠিত কমিশন সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো ভোট দিতে নিবন্ধিত এক কোটি ১৮ লাখের বেশি তরুণ নাগরিকের হাতে আপদকালীন লেমিনেটেড কার্ড দেয়ার ঘোষণা দেয় ইসি। ইসি কর্মকর্তারা বলেন, ২০১২ সাল থেকে যেসব ভোটার জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরও স্মার্টকার্ড দেয়ার কথা ছিল। কয়েক বছর ধরে পর্যন্ত বিষয়টি ঝুলে থাকার পর ২০১৭ সালের জুনে কোটি নাগরিককে লেমিনেটেড এনআইডি দেয়ার প্রস্তাব দেয় এনআইডি উইং।
×