ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সাবেক এএনপি সিনেটরের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ০৪:৪০, ১৭ জুলাই ২০১৮

 পাকিস্তানে সাবেক এএনপি  সিনেটরের ওপর  সন্ত্রাসী হামলা

পাকিস্তানের বেলুচিস্তানে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) প্রার্থী হারুন বিলোয়ার নিহত হওয়ার কয়েকদিন পর দলটির সাবেক সিনেটর দাউদ আচাকজাইয়ের ওপর হামলা হয়েছে। সোমবার বেলুচিস্তানে তার ওপর সন্ত্রাসী হামলা হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। বেলুচিস্তানের কাইলা আবদুল্লাহ এলাকার এক গেস্টহাউসে অবস্থানকালে আচাকজাইয়ের ওপর অজ্ঞাত সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা গুলি চালায়। তার ডানহাতে গুলি লাগে। এএনপির সাবেক সিনেটর আচাকজাইকে কোয়েটার সিভিল হসপিটালের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্র তার অবস্থা স্থিতিশীল ও তিনি বিপদমুক্ত আছেন বলে জানিয়েছে। ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং সেখানে একটি অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে পেশওয়ারের পার্শবর্তী এক এএনপি জনসমাবেশে আত্মঘাতী বোমা হামলায় দলটির নেতা বিলোয়ার ও অপর ১২ জন নিহত হয়েছেন। প্রায় ৩৬ জন আহত হয়েছেন। ইয়াকাতোত এলাকায় বিলোয়ার গাড়ির কাছেই বোমাটি বিস্ফোরিত হয়। এএনপির মরহুম বাশির বিলোয়ারের ছেলে হারুন বিলোয়ার। হতাহতদের লেডি রিডিং হসপিটালে (এলআরএইচ) দ্রুত স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসা কর্মীরা নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। এএনপি সমর্থকরা হাসপাতালের বাইরে জড়ো হন ও তাদের নেতাকে নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ২০১২ সালের ডিসেম্বরে কিস্যা খাউনি বাজারে এক নির্বাচনী র‌্যালিকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় আহত হারুন বিলোয়ারের বাবা বসির বিলোয়ার নিহত হন। সে সময় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান হামলার দায়িত্ব স্বীকার করে।
×