ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিজেরাই নিজেদের মাইনাস করেছে বিএনপি

প্রকাশিত: ০৯:০৪, ১৬ জুলাই ২০১৮

নিজেরাই নিজেদের মাইনাস করেছে বিএনপি

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা বলেছেন, ভরাডুবি নিশ্চিত জেনেই জনবিচ্ছিন্ন বিএনপি এখন নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপির সেই ষড়যন্ত্র কোনদিনই সফল হবে না। আর বিএনপিকে মাইনাস করার প্রয়োজন নেই। নিজেদের অতীত কৃতকর্ম ও ঘৃণিত কর্মকা-ের মাধ্যমে নিজেদেরই মাইনাস করেছে তারা। তাদের দুর্নীতি, দুঃশাসন, নাশকতা, অগ্নিসন্ত্রাস আর জঙ্গীবাদের কারণে বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এ কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং আগামী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াতে নানা চক্রান্ত করছে। রবিবার রাজধানী ঢাকায় পৃথক পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, বিএনপি তথাকথিত আন্দোলনের নামে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মানুষকে আগুনে পুড়িয়ে-পুড়িয়ে হত্যা করে দেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে পড়েছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিশ্বের প্রথম তিন নম্বর দুর্নীতিবাজ সরকার প্রধান হিসেবে পরিচিতি পেয়েছেন। খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতির কারণেই নিজে নিজে রাজনীতি থেকে মাইনাস করেছেন। সেখান থেকে তার দলের মহাসচিব যা কিছু বলে হাস্যকর। ওয়ান ইলেভেনের কুশীলবরা ষড়যন্ত্র করছে- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ নাগরিকের ব্যানারে মানববন্ধনকারী অভিভাবক এবং শিক্ষকরাই ওয়ান ইলেভেনের কুশীলব। তারা তাদের পরিচয় গোপন করে পানি ঘোলা করার চেষ্টা করছে। রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট যখন এদেশে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে তখন উদ্বিগ্ন অভিভাবকরা কোথায় ছিলেন? তিনি বলেন, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক পালিয়েছিল। পাকিস্তানপন্থি কিছু শিক্ষক বিশ্ববিদ্যালয় চালু রাখার চেষ্টায় ছিল। তারাই এখন খোলস পরিবর্তন করে উদ্বিগ্ন অভিভাবক সেজেছে। বিএনপিকে দিয়ে তারা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোনকারীদের ওপর ভর করেছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি-খাদ্যমন্ত্রী ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি। রবিবার রাজধানীর পল্টনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি। বিএনপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে খাদ্যমন্ত্রী বলেন, কাউকে মাইনাস করার থিওরি আওয়ামী লীগ অবলম্বন করে না, বরং বিএনপি নির্বাচনে আসুক, এটা চায় তার দল।
×