ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা বিষয় ॥ পৌরনীতি

প্রকাশিত: ০৬:১৯, ১৬ জুলাই ২০১৮

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা বিষয় ॥ পৌরনীতি

প্রথম অধ্যায় ॥ পৌরনীতি ও সুশাসন পরিচিতি ১. পৌরনীতি পাঠে যে সব বিষয় সম্পর্কে জানা যায়- i. নাগরিকের কার্যাবলী ii. নাগরিকের আচার আচরণ iii. নাগরিকের সংস্কৃতি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii সুশাসনের ধারণা ২. সুশাসন এক ধরনের- ক. রাজনৈতিক ধারণা খ. প্রশাসনিক ধারণা গ. সামাজিক ধারণা ঘ. মানসিক ধারণা ৩. উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাঙ্গে সম্পর্কযুক্ত? ক. Citizen খ. City state গ. Governance ঘ. Civics ৪. Governance ইংরেজী প্রতিশব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ক. গ্রিক খ. ল্যাটিন ও জার্মান গ. চীনা ও টিউটনিক ঘ. রোমান ও জার্মান ৫. বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি ৬. সুশাসন প্রত্যয়টি দ্বারা কোনটি নির্দেশ করে? ক. শাসনের প্রকৃতি খ. সরকার কাঠামো গ. সরকারের ধরন ঘ. নাগরিক অধিকারের প্রকৃতি ৭. পৌরনীতি ও সুশাসন বিষয়ের দৃষ্টিতে গভর্নেন্স কী ক. শাসনের ব্যবস্থা খ. সুশাসন গ. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঘ. জন-অংশগ্রহণ ৮. ইউএনডিপি-এর দৃষ্টিতে গবর্নেন্স মূলত কী? ক. ক্ষমতার ব্যবহার খ. জনগণের চাহিদা গ. কর্তৃত্বের চর্চা ঘ. জনগণের বৈধ অধিকার ৯. সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত? ক. বিশ্বব্যাংক খ. জাতিসংঘ গ. ইউরোপীয় ইউনিয়ন ঘ. আইএলও ১০. বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে গবর্নেন্সকে সংজ্ঞায়িত করেছিল? ক. ১৯৯১ সালে খ. ১৯৯২ সালে গ. ১৯৯৩ সালে ঘ. ১৯৯৪ সালে ১১. সংগঠন পরিচালন প্রক্রিয়া, লক্ষ্য অর্জন প্রক্রিয়া ও সংগঠন কাঠামোর সমন্বিত রূপকে কী বলে আখ্যায়িত করা যায়? ক. গবর্নমেন্ট খ. প্রসেস গ. গবর্নেন্স ঘ. ই-গবর্নেন্স ১২. গবর্নেন্স প্রত্যয়টির ইতিবাচক অর্থে কোনটি ব্যবহৃত হয়? ক. রাজতান্ত্রিক শাসন খ. সুশাসন গ. গণতন্ত্র ঘ. সাংবিধানিক শাসন ১৩. গবর্নেন্স এর প্রধান উপাদান কয়টি? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি ১৪. কোন বিষয়টিকে সরকারের উচ্চগুণ হিসেবে বিবেচনা করা হয়? ক. গণতন্ত্র খ. রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ গ. সুশাসন ঘ. বাকস্বাধীনতা ১৫. প্রতিনিধিত্বমূলক আইনসভার প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হয়ে থাকে? ক. জনগণের দ্বারা খ. সরকার কর্তৃক মনোনীত গ. সামাজিক শ্রেণী কর্তৃক ঘ. রাজনৈতিক দল মনোনীত ১৬. সুশাসন সম্পর্কে ধারণা দিতে গিয়ে আঁখি বলেছিল, সুশাসন হলো টেকসই, সমতাপূর্ণ ও শক্তিশালী উন্নয়নের ধারক এবং আর্থিক স্বচ্ছতার জন্য অপরিহার্য একটি বিষয়। আঁখির ধারণার সঙ্গে কোন প্রতিষ্ঠানের ধারণার সাদৃশ্য রয়েছে? ক. ইউরোপীয় ইউনিয়ন খ. বিশ্বব্যাংক গ. ওইসিডি ঘ. ওডিএ উত্তর : ১ (ঘ), ২ (ক), ৩ (গ), ৪ (ক), ৫ (গ), ৬ (ক), ৭ (ক), ৮ (গ), ৯ (ক), ১০ (ঘ), ১১ (গ), ১২ (খ), ১৩ (খ), ১৪ (গ), ১৫ (ক), ১৬ (খ)।
×