ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টিকেট অবিক্রীত থাকায় হজ এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ জুলাই ২০১৮

  টিকেট অবিক্রীত থাকায় হজ এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ে  তলব

স্টাফ রিপোর্টার ॥ বার বার তাগিদের পরও টিকেট কেনায় সাড়া দিচ্ছেনা বেসরকারী হজ এজেন্সিগুলো। এতে বিপাকে পড়েছে বিমান ও সাউদিয়া এয়ারলাইন্স। সর্বশেষ রবিবার পর্যন্ত বেসরকারী ৫৬ হজ এজেন্সি এখনও ১৩ হাজার নিবন্ধিত হজযাত্রীর একটি টিকেটও ইস্যু করেনি। এমনকি বিমান টিকেটের জন্য প্রয়োজনীয় পে-অর্ডার ইস্যু করেনি এ সব এজেন্সি। এ অবস্থায় আজ সোমবার ধর্ম মন্ত্রণালয়ে জরুরী বৈঠকে এসব এজেন্সিকে তলব করা হয়েছে। এ সম্পর্কে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, রবিবার থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর সৌদি সরকার সে দেশে ফ্লাইট পরিচালনার জন্য অতিরিক্ত কোন সøট দেবে না বলে জানিয়ে দিয়েছে। এমতাবস্থায় বারবার তাগাদা দেয়ার পরও গতকাল রবিবার দুপুর পর্যন্ত ৫৬ এজেন্সির মোট ১২ হাজার ৯৪৯ হজযাত্রীর অনুকূলে বিমানের টিকেট সংগ্রহের লক্ষ্যে পে-অর্ডার ইস্যু করে হজযাত্রীদের বিমান টিকেট নিশ্চিত না করায় তাদের নিয়ে চরম বিপাকে পড়েছে ধর্ম মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আজ সোমবার ধর্মসচিব আনিছুর রহমান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল তিনটায় ওই ৫৬ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের সঙ্গে জরুরী বৈঠক ডেকেছেন। এ সংক্রান্ত এক চিঠিতে ৫৬ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের সচিবালয়ের ৬ নম্বর ভবনে ধর্ম মন্ত্রণালয়ের ১৫১৫ নম্বর কক্ষে বৈঠকে অংশগ্রহণ করতে নির্দেশনা জারি করে। এ বিষয়ে হাব মহাসচিব শাহাদত হোসাইন তসলিত বলেন, সৌদি আরব অনেক আগেই ঘোষণা দিয়েছে এ বছর বাতিল হওয়া ফ্লাইটের বিপরীতে কোন অতিরিক্ত সøট দেবেনা। এতে অটল থাকলে এবারও শেষের দিকে একটা জটিলতা দেখা দেবে। কেন টিকেট বিক্রি হচ্ছেনা জানতে চাইলে একটা ট্রাভেল এজেন্সির মালিক বলেন, অনেকেই বসে আছেন রিপ্লেসমেন্ট সুবিধার জন্য। এবার ধর্ম মন্ত্রণালয় কত পার্সেন্ট রিপ্লেসমেন্ট দেয় সেটা না দেখা পর্যন্ত এই চক্র টিকেট কিনবে না।
×