ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পানির রিজার্ভ ট্যাঙ্ক থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:০৪, ১৬ জুলাই ২০১৮

 চট্টগ্রামে পানির  রিজার্ভ ট্যাঙ্ক থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার চট্টগ্রামের আমবাগান এলাকার একটি ভবনের পানির রিজার্ভ ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধা এক মা ও তার মেয়ের লাশ। পুলিশ ধারণা করছে এ হত্যাকান্ড পরিকল্পিত। নিহত মায়ের নাম মনোয়ারা বেগম (৯৭) ও তার মেয়ে শাহ মেহেরুন নেসা বেগম (৬৭)। পুলিশ জানিয়েছে, মেহেরুন নেসা রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদে চাকরি করে অবসর নিয়েছেন। যে ভবনে তাদের লাশ মিলেছে সেটি মেহেরুন নেসার মালিকানার। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চারতলা ভবনটির নিচতলায় মেহেরুন নেসা মাকে নিয়ে থাকতেন। ভবনটির বাকি তিনতলার নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে। মেহেরুন নেসা ছিলেন অবিবাহিত। তার অপর চার ভাই ও চার বোনের মধ্যে কেউ দেশে এবং কেউ বিদেশে থাকেন। এই দুই মা-মেয়ে ছাড়া ওই বাসায় আর কেউ থাকতেন না। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, সবকিছু দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকা-। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। নিহত মনোয়ারা বেগম চাঁদপুর জেলার মতলব পুরান বাজার এলাকার জনৈক ফজলুর রহমানের স্ত্রী বলে জানা গেছে। মেহেরুন নেসার ভাগ্নে বেলাল উদ্দিন উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, তিনিও এটি পরিকল্পিত হত্যাকা- বলে ধারণা করছেন।
×