ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ব্যবসায়ী হত্যা

আসামি বাপেন ভৌমিক ফের দুদিনের রিমান্ডে

প্রকাশিত: ০৪:৩৮, ১৬ জুলাই ২০১৮

  আসামি বাপেন ভৌমিক ফের দুদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর কালীরবাজারের চাঞ্চল্যকর স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলার আসামি বাপেন ভৌমিকের দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে রবিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম আসামি বাপেন ভৌমিককে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আফতাবুজ্জামানের আদালতে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম। প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় শনিবার নিহতের বন্ধু পিন্টু দেবনাথ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জানা গেছে, গত ১৮ জুন নারায়ণগঞ্জের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ। এই ঘটনায় ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষকে না পেয়ে তার বাবা ভোলানাথ চন্দ্র বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কালীরবাজারের স্বর্ণ ব্যবসায়ী ও প্রবীরের বন্ধু পিন্টু দেবনাথ ও তার দোকানের কারিগর বাপেন ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদের পর ৯ জুলাই তাদের দেখানো মতে নগরীর আমলাপাড়া ১৫ কেসি নাগরোড এলাকার একটি চার তলা বাড়িতে পিন্টু দেবনাথের ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় দু’পায়ের নিচের অংশ ছাড়া ৫ টুকরো লাশ উদ্ধার করা হয়। পরের দিন মঙ্গলবার দু’পায়ের নিচের অংশ ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়।
×