ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবজাতকের মাথার টিউমার নিয়ে মা বাবা বিপাকে

প্রকাশিত: ০৪:৩১, ১৬ জুলাই ২০১৮

 নবজাতকের মাথার  টিউমার নিয়ে  মা বাবা  বিপাকে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৫ জুলাই ॥ ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চড়-ভাঙ্গুড়া খাঁপাড়া গ্রামের মাথার পেছনে বিশাল টিউমার নিয়ে জন্ম নেয়া শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছে মা-বাবা। গত ৫ মে ওই গ্রামের দরিদ্র কৃষক মোঃ সুজন আলীর স্ত্রী মেঘলা খাতুন রিতা (২৬) মাথায় টিউমারওলা পুত্র শিশুর জন্ম দেন। এ শিশুটির টিউমার অপারেশন করতে যে টাকা দরকার তা দরিদ্র কৃষকের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই দরিদ্র এ কৃষক শিশু সন্তানের প্রাণ বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন। জানা গেছে, গত ৮ বছর আগে চাটমোহর উপজেলার সোনাহার পাড়া গ্রামের মোঃ মোফছেদ আলীর মেয়ে মেঘলা খাতুন রিতার সঙ্গে সুজন আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এরপর মেঘলা খাতুন পুনরায় সন্তানসম্ভবা হলে আট মাসের পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা জানতে পারেন রিতার গর্ভে টিউমারওলা এক শিশু রয়েছে। গত দুই মাস আগে রিতা মাথায় বড় টিউমার আক্রান্ত এক পুত্র সন্তানের জন্ম দেন। এ সন্তানটির নাম রাখা হয়েছে মোঃ জিহাদ হোসেন। অন্যদিকে এ টিউমার আক্রান্ত শিশুর উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুতই ঢাকায় পাঠানো প্রয়োজন বলে জানিয়েছেন শিশু ও নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক। এ শিশুটির ঢাকায় চিকিৎসার জন্য যত টাকা দরকার তা সংগ্রহ করা কৃষক সুজন আলীর পক্ষে মোটেই সম্ভব নয়। দরিদ্র কৃষক তাই শিশুটির প্রাণ বাঁচাতে সরকারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। শিশুটির বাবা দরিদ্র কৃষক সুজন আলী জানান, চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মাথার টিউমার অপসারণে বড় ধরনের অপারেশন দরকার।
×