ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৯, ১৬ জুলাই ২০১৮

  বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৫ জুলাই ॥ নির্মাণাধীন ঘরের দুই নির্মাণ শ্রমিক বিদ্যুতায়িত হলে তাদের উদ্ধার করতে গিয়ে সহোদর বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার সকাল ১১ টায় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের জব্বারহাট সংলগ্ন আব্বাস তালুকদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার আবুর বড় ছেলে সৌদি প্রবাসী নজরুল ইসলাম (৩৪) ও ছোট ছেলে সাইদুল ইসলাম রুকন (২৫) ঘটনায় ৪ রাজমিস্ত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন আশঙ্কাজনক বলে জানা গেছে। . ভূঞাপুরে যুবক সংবাদদাতা ভূঞাপুর টাঙ্গাইল থেকে জানান, ভূঞাপুরে পিডিবি বিদ্যুত লাইনের তারে স্পৃষ্ট হয়ে সুদেব বর্মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুদেব বর্মন উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া গ্রামের তুফাইনা বর্মনের ছেলে। জানা যায়, রবিবার বেলা ১১ টার দিকে সুদেব বাড়ির পাশে গরু চরাতে যায়। মাঠে বাঁশের সঙ্গে খোলা তারের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ পিডিবির অনবধানতার কারণে এ মৃত্যু হয়েছে। এর আগে অপরিকল্পিতভাবে টাঙ্গানো তার অপসারণের জন্য বিদ্যুত অফিসে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
×