ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোশাররফ করিমের ‘হাই প্রেসার-২’

প্রকাশিত: ০৪:২৫, ১৬ জুলাই ২০১৮

  মোশাররফ করিমের ‘হাই প্রেসার-২’

স্টাফ রিপোর্টার ॥ বৈশাখী টেলিভিশনের নাটক ‘হাই প্রেসার-২’ গত ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় সাত দিন ধরে প্রচার হয়। নাটকটি এখন টিআরপির শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি ইউটিউবেও এ নাটকের ভিউয়ার্স সংখ্যা এক কোটির ওপরে। বিষয়টি নিয়ে একটি বেসরকারী টিভি চ্যানেল প্রতিবেদনও প্রচার করেছে। মোশাররফ করিম অভিনীত ‘হাই প্রেসার-২’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। মোশাররফ করিম ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন, নাদিয়া, ফারুক আহমেদ, আ খ ম হাসান, জামিল প্রমুখ। নানা কৌতুক আর হাস্যরসে ভরপুর এ নাটকটি দর্শকদের মন জয় করে নেয়। বিশেষ করে এ নাটকে মোশাররফ করিম ও জামিলের কয়েকটি দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। টিভি নাটকের ক্ষেত্রে এমন ঘটনা সত্যিই বিরল। নাটকে দেখা যায় ১০১ প্রকারের উপাদান মিশিয়ে বাজারে বাজারে ঘুরে শরবত বিক্রি করে লাভলু ও ফটিক। তাদের কাছে শরবত খেতে আসে এ্যাপ্রোন পরা দুই উকিল। তাদের দেখে মজনু আর ফটিকের মাথায় ভর করে শয়তানী চিন্তা। উকিলরাও কম ধান্ধাবাজ নয় তারাও বুঝতে পারে মজনু ও ফটিক কোন ধান্ধা ফিকিরের চিন্তা করছে। এরপরের কাহিনী অনেক মজার। মজনু ও ফটিক উকিলের সার্টিফিকেট সংগ্রহ করে তাদের মামার বাড়ি বরিশালে গিয়ে শুরু করে আইন নামের ভ- ব্যবসা। এরপর শুরু হয় পদে পদে বিপদ। হাস্যরসের মধ্য দিয়ে এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী। নাটক প্রসঙ্গে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, বিশ^কাপ ফুটবল নিয়ে উন্মাদনা এখন বিশ^ব্যাপী। এরপরও হাই প্রেসার-২ নাটকের জনপ্রিয়তার খবর শুনে খুব ভাল লাগছে। আমরা মনে করি এটা আমাদের একটা অর্জন। এ অর্জনটা আমরা অব্যাহত রাখতে চাই। আমাদের উদ্দেশ্য দর্শকদের বিনোদন দেয়া। সেক্ষেত্রে আমরা অনেকটাই সফল হয়েছি ভেবে ভাল লাগছে। এ সাফল্যের অংশীদার বৈশাখী টিভির সবাই। তাদের পরিশ্রম আর সহযোগিতার কারণেই এমন সাফল্যের পথে হাঁটছি আমরা। সবাইকে সঙ্গে নিয়ে আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই। শুধু ‘হাই প্রেসার-২’ নাটকই নয়, অন্য তিনটি ধারাবাহিক যেমন ‘ব্রেক ফেইল-৩’, ‘চশমা পরিবার’, ‘মিস আমলাপাড়া’ এবং ৭টি একক ‘মেইড ইন ফরেন-২’, ‘মায়া গাছ’, ‘বিয়ে হইতে সাবধান’, ‘রিং মাস্টার বাবুর ঘোড়া’, ‘যেই লাউ সেই কদু, ‘চতুর্থ শ্রেণীর ধর্মঘট’, ‘চোর সম্মেলন’ নাটকগুলোও ব্যাপক সাড়া ফেলেছে।
×