ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাইকেলকে নিয়ে সেমিনার

প্রকাশিত: ০৪:২৪, ১৬ জুলাই ২০১৮

 মাইকেলকে নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের যুগপ্রবর্তক, মহাকাব্য ও অমিত্রাক্ষর ছন্দের অমর ¯্রষ্টা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে সেমিনারের আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও প্রকাশনা সংস্থা জ্যোতি প্রকাশ। রাজধানীর শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আগামী ২০ জুলাই বিকাল ৪টায় আয়োজিত এ সেমিনারে ‘নাট্যকার মাইকেল মধুসূদন, তাঁর জীবন নাট্যের রূপায়ণ এবং বাংলাদেশে মাইকেল চর্চা’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন যাত্রানট মিলন কান্তি দে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন নাট্যব্যক্তিত্ব, নাট্যকার নির্দেশক মামুনুর রশীদ। সেমিনার উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান। বক্তব্য রাখবেন অধ্যাপক আবদুস সেলিম, ড. ইনামুল হক, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, কালাম উদ্দিন কবির, লাকী ইমাম, ভাস্বর বন্দোপাধ্যায়, ইউসুফ হাসান অর্ক, জাহিদ রিপন, অনন্ত হিরা, সাইমন জাকারিয়া, মার্জিয়া আকতার, অপূর্ব কুন্ডু এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল বায়েজীদ কামাল প্রমুখ।
×