ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌথভাবে বিদ্যুত প্রকল্প করবে শাহজিবাজার পাওয়ার

প্রকাশিত: ০৪:১৭, ১৬ জুলাই ২০১৮

 যৌথভাবে বিদ্যুত প্রকল্প করবে শাহজিবাজার পাওয়ার

জ্বালানি-বিদ্যুত খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (এসপিসিএল) সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি বিদ্যুত প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি যৌথ উদ্যোগে ৬০০ মেগাওয়াট কমপ্যাক্ট সাইকেল পাওয়ার প্লান্ট আবিষ্কার ও বাস্তবায়নের জন্য গত ১২ জুলাই জিই ক্যাপিটাল ইউএস হোল্ডিংস ইনক্লুডের সঙ্গে একটি চুক্তি করেছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে চিঠি পাওয়ার পর চুক্তিটি কার্যকর হবে। শাহজিবাজার পাওয়ারের কাছে মিডল্যান্ড পাওয়ারের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। এর ফলে প্রকল্পটি বিপিডিবি থেকে অনুমোদনের পর কোম্পানির বাজার মূল্য ও মুনাফায় সম্ভাব্য প্রভাব ফেলবে। -অর্থনৈতিক রিপোর্টার
×