ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শতকের ভয়াবহতম বাণিজ্যযুদ্ধের মুখোমুখি গোটা বিশ্ব

প্রকাশিত: ০৪:১৩, ১৬ জুলাই ২০১৮

  শতকের ভয়াবহতম বাণিজ্যযুদ্ধের মুখোমুখি  গোটা বিশ্ব

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩ হাজার ৪শ’ কোটি ডলারের চীনা পণ্যে শুল্কারোপের প্রতিবাদে সমপরিমাণ মার্কিন পণ্যে শুল্ক বসিয়েছে চীনও। এর জবাবে আরও ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে নতুন শুল্কারোপ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন জানায়, আগামী মাসের শেষে নতুন তালিকায় থাকা পণ্য নিয়ে শুনানি হবে। দুই মাস পর শুল্কারোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। গত ৬ জুলাই থেকে ৩ হাজার ৪০০ কোটি ডলারের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আদায় করছে যুক্তরাষ্ট্র। এর জবাবে সমমূল্যের মার্কিন পণ্যের ওপর একই হারে শুল্ক কার্যকর করে চীন। সপ্তাহ পেরোনোর আগে আবারও শুল্কারোপের হুমকি দিল যুক্তরাষ্ট্র। আরও ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে শুল্কারোপের নতুন তালিকা তৈরি হচ্ছে, যা কার্যকর হতে পারে শীঘ্রই। বেশকিছু মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে চীনে। সেখান থেকে তাদের বার্ষিক মুনাফা ৩০ হাজার কোটি ডলারের বেশি, যা থেকে রাজস্ব জমা পড়ে মার্কিন কোষাগারেও। চীনা শিক্ষার্থী ও পর্যটকদের কাছ থেকেও মোটা অঙ্কের রাজস্ব পায় যুক্তরাষ্ট্র। এসব বিবেচনায় না নিয়ে বাণিজ্য ব্যবধান কমানোর পরিকল্পনাকে ট্রাম্পের ভুল সিদ্ধান্ত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। প্রায় ৫০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে আমদানি শুল্ক বসানোর সুযোগ রয়েছে ওয়াশিংটনের। তবে যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক আমদানি ১৩ হাজার কোটি ডলারের বেশি না হওয়ায়, সমপরিমাণ মার্কিন পণ্যে শুল্কারোপ করতে পারবে না বেজিং। বাণিজ্য যুদ্ধ আরও জটিল হওয়ার আগেই ট্রাম্পকে থামাতে চীনের হাতে অন্য কোন অস্ত্র আছে কিনা- তা নিয়েই চলছে জল্পনাকল্পনা। এদিকে, চলতি শতকের ভয়াবহতম বাণিজ্যযুদ্ধের সাক্ষী এখন গোটা বিশ্ব। আধিপত্যের লড়াইয়ে মার্কিনীদের সঙ্গে শুল্কারোপের দ্বন্দ্বে মেতে উঠেছে চীন থেকে শুরু করে কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ কিংবা মেক্সিকো; যার অংশীদার না হয়েও দুশ্চিন্তায় বাংলাদেশ।
×