ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুদহার এক অঙ্কে না আনা হলে খেলাপী ঋণ আরও বেড়ে যাবে

প্রকাশিত: ০৪:১৩, ১৬ জুলাই ২০১৮

 সুদহার এক অঙ্কে না আনা হলে খেলাপী ঋণ আরও বেড়ে যাবে

অর্থনৈতিক রিপোর্টর ॥ ঋণের বিপরীতে সুদহার এক অঙ্কে না আনা হলে খেলাপী ঋণ আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৪-১৫ অর্থবছরের রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা বলেন। শফিউল ইসলাম বলেন, সরকার ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিল। কিছু কিছু ব্যাংক এরইমধ্যে কার্যকর করেছে, তবে এখনও অনেক বাণিজ্যিক ব্যাংক তা কার্যকর করেনি। যদি সুদহার কমানোর এ সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় তবে খেলাপী ঋণ বেড়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রফতানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৩ প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হয়। এফবিসিসিআই সভাপতি বলেন, গত অর্থবছরে রফতানি খাতে প্রবৃদ্ধি হয়েছে। যার সিংহভাগই অর্জন হয়েছে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু রফতানিতে চামড়া প্লাস্টিকসহ অন্যান্য খাত পিছিয়ে রয়েছে। এসব খাত কেন পিছিয়ে রয়েছে তা খতিয়ে দেখতে হবে। একইসঙ্গে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশীষ বসু, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ।
×