ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

বাড়ছে পরিচালন মুনাফা

প্রকাশিত: ০৭:০৯, ১৫ জুলাই ২০১৮

বাড়ছে পরিচালন মুনাফা

দেশের বিনিয়োগে ভাটার টান থাকলেও জানুয়ারি-জুন প্রান্তিকে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। মুদ্রাবাজারে টাকার প্রবাহও বেশি ছিল না। তারল্য সঙ্কটের ফলে কলমানির সুদের হারও বেড়েছিল। তাছাড়া ঋণ প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় ছিল কম। তবে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল এবং আমদানির পরিমাণ বাড়লেও রফতানির তেমন প্রবৃদ্ধি হয়নি। শেয়ারবাজার থেকেও অনেক ব্যাংকের মুনাফা কমেছে। তবে আমদানি ও রফতানির এলসি থেকে ভাল কমিশন আয় হয়েছে বেশিরভাগ ব্যাংকের। ব্যাংকগুলোর আট লাখ কোটি টাকার ঋণ স্থিতি থেকে আয় অব্যাহত রয়েছে। তারপরও ব্যাংকগুলো আগের ছয় মাসের চেয়ে বেশি মুনাফা করেছে। গত ২০ জুন এক বৈঠক থেকে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বেসরকারী ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সংগঠনের ঘোষণা অনুযায়ী, ব্যাংকগুলো সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। আর তিন মাস মেয়াদী আমানতে সুদ দেবে সর্বোচ্চ ৬ শতাংশ। তবে অধিকাংশ ব্যাংকের বেশি সুদে মেয়াদী আমানত নেয়া থাকায় নতুন সুদহার কার্যকরে চলতি বছরের দ্বিতীয়ার্ধে মুনাফা কমার আশঙ্কা রয়েছে তাদের মধ্যে। শেয়ারবাজারের জন্য মূল্য সংবেদনশীল বিবেচনায় তালিকাভুক্ত ব্যাংকের পরিচালন মুনাফা প্রকাশের ওপর বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাংকগুলো বিএসইসির কাছে আনুষ্ঠানিকভাবে এ তথ্য দেয়ার পর স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে এ তথ্য দিতে বেশ সময় লেগে যায়। তবে বিভিন্ন উৎস থেকে ২৫টি বেসরকারী ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। আর বেড়েছে ২০টি ব্যাংকের। বেসরকারী খাতের ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে। অর্থ বার্ষিকীর প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটি ১ হাজার ২০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে, যা গত বছরের ৩০ জুন পর্যন্ত ছিল ৮৮১ কোটি টাকা। সাউথইস্ট ব্যাংক গত ছয় মাসে পরিচালন মুনাফা করেছে ৪৫৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪১১ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, মূলত ঋণের প্রবাহ বাড়ার ফলেই ভাল পরিচালন মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে। দেশে বিনিয়োগের পরিবেশ এখন বেশ ভাল। এ কারণে ঋণের প্রচুর চাহিদা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বছর শেষে আরও ভাল পরিচালন মুনাফা অর্জন করা সম্ভব হবে। পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকার কিছু বেশি। গত বছরের এই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা এ রকমই ছিল। ইস্টার্ন ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩৬৫ কোটি টাকা, গত বছর ছিল ৩৭০ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩৩৭ কোটি টাকা, গত বছর ছিল ৩০৮ কোটি টাকা। এদিকে এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকা, গত বছর ছিল ৩২০ কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা ১ কোটি টাকা বেড়ে ৩২৫ কোটি টাকা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) পরিচালন মুনাফা করেছে ২৭৫ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ২৫৫ কোটি টাকা। ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ২৯৭ কোটি টাকা, যা গত বছর ছিল ২৩৭ কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংক ২১৬ কোটি টাকা, যা গত বছর ছিল ১৭৩ কোটি টাকা। এছাড়া, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা কিছুটা কমেছে। জুন শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২৬০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩২০ কোটি টাকা। গত বছরের তুলনায় ব্যাংক এশিয়ার পরিচালন মুনাফা বেড়েছে ১১০ কোটি টাকা। এ বছর ব্যাংকটি ৪১৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। জুন শেষে ন্যাশনাল ব্যাংক ৩২৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩০২ কোটি টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২৯৫ কোটি টাকা; গত বছর ছিল ২৯৩ কোটি টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালন মুনাফা ২২৯ কোটি টাকা; গত বছর ছিল ১৮০ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২২৫ কোটি টাকা। গত বছর ছিল ১৯৪ কোটি টাকা। তবে পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ এবং ৪০ শতাংশ (চলতি অর্থবছর থেকে যা ৩৭.৫০ শতাংশ) হারে করপোরেট কর পরিশোধের পর ব্যাংকগুলোর নিট মুনাফার হিসাব হয়। নিট মুনাফার ওপর ভিত্তি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো লভ্যাংশ দিয়ে থাকে। ফলে এসব ব্যাংকের মুনাফা নিয়ে শেয়ারবাজার-সংশ্নিষ্টদের আগ্রহ বেশি থাকে। নিট মুনাফার হিসাব এখনও না পাওয়া গেলেও কর্পোরেট কর কমায় এবার ব্যাংকগুলোর আগের চেয়ে কম কর পরিশোধ করা লাগবে, যা মুনাফার জন্য ইতিবাচক। অবশ্য সুদহার কমানোর ঘোষণার ফলে বছর শেষে মুনাফা কোন পর্যায়ে বাড়বে তা নিয়ে সংশয় রয়েছে।
×